ভারতীয় টেলিভিশনে যেসব অভিনেত্রীরা মায়ের ভূমিকায় অভিনয় করেন তারা বয়স বাড়ার একটি প্রচলিত ধারণা ভাঙতে সমর্থ হয়েছেন। আগে যেমন বেশি বয়সের স্মারক হিসেবে এক গাছি চুল সাদা দেখাতে হল এখন আর তা করতে হয় না। ঠিক এই ধারারই এক মায়ের ভূমিকায় ‘ইয়ে রিশতা কেয়া কেহলাতা হ্যায়’ সিরিয়ালে অভিনয় করছেন হিনা খান। স্টার প্লাসের সিরিয়ালটিতে তিনি দুই সন্তানের মা।
হিনা মনে করেন কাহিনীতে বয়স বাড়লেও দর্শক চরিত্রটিকে আধুনিক সাজে দেখতে চায়। যেমন তারা তাদের ক্ষেত্রেও পাকা চুল পছন্দ করে না। তিনি জানান পর্দায় বয়স্ক দেখাবে এমন পরিস্থিতিতে তার আপত্তি নেই।
হিনা জানান কাহিনীর কাল এগিয়ে নেবার পরও তার ভূমিকাটি আগের মতই গুরুত্বপূর্ণ আর শক্তিশালী আছে বলে তিনি সন্তুষ্ট।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন