বিনোদন ডেস্ক : অশ্লীলতার দায়ে সমালোচিত একসময়ের নায়িকা মুনমুন এখন নিয়মিত সিনেমায় অভিনয় করছেন। পর্দায় তার নেতিবাচক ইমেজকে ব্যবহার করেই নির্মাতারা এখন তাকে খলনায়িকা চরিত্রে উপস্থাপন করছেন। সমপ্রতি এমনই একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন মুনমুন। তাজু কামরুলের পরিচালনাধীন পাগল পাগল মন সিনেমায় মুনমুন খলনায়িকা চরিত্রে অভিনয় করবেন। পরিচালক জানান, আগামী মাসের ১৫ তারিখ থেকে সিনেমাটির শুটিং শুরু হবে। এতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ের জন্য মুনমুনকে চ‚ড়ান্ত করেছি। তিনি খলচরিত্রে অভিনয় করবেন। চরিত্রটিতে মুনমুনকে ভালো মানাবে বলেই নেয়া হয়েছে। এদিকে মুনমুন জানান, আমি সবসময় ভিন্ন রকম চরিত্রে অভিনয় করতে পছন্দ করি। তাই একেক সিনেমায় একেক রকম চরিত্র নিয়ে হাজির হই। পাগল পাগল মন-এর চরিত্রটি বেশ ভালো লেগেছে। দর্শক এতে আমাকে একটি ভিন্ন রকম চরিত্রে দেখতে পাবে। তাই এ চরিত্রে কাজ করছি। উল্লেখ্য, মুনমুন শাহেদ চৌধুরী পরিচালিত খলনায়িকা ও রানা হামিদ পরিচালিত মাসুদ রানা এখন ঢাকায় সিনেমায় খলনায়িকা চরিত্রে অভিনয় করেছিলেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন