শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

নতুন বিজ্ঞাপনচিত্রে মাশরাফি ও শ্রাবণ্য

প্রকাশের সময় : ২৫ মে, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : মোবইল কোম্পানি রবি এবং মোবাইল অপারেটর স্যামসাং-এর যৌথ অফারের একটি বিজ্ঞাপনে মডেল হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। তার সাথে মডেল হয়েছেন মডেল উপস্থাপক শ্রাবণ্য। বিজ্ঞাপনটি নির্মাণ করছেন মেজবাউর রহমান সুমন। নতুন এই বিজ্ঞাপনটি নিয়ে দারুণ উচ্ছ¡সিত শ্রাবণ্য। তিনি মনে করেন এটি তার ক্যারিয়ারের একটি টার্নিং পয়েন্ট। তিনি জানান, মাশরাফি ভাই আমার পূর্ব পরিচিত। ক্রিকেট নিয়ে আগে অনেক উপস্থাপনা করেছি। সেখানেই তার সঙ্গে আমার পরিচয় হয়েছে। এবার আমরা একসাথে কাজ করছি ভাবতেই ভালো লাগছে। এদিকে শ্রাবণ্যের উপস্থাপনায় আগামী রমজানে বিভিন্ন চ্যানেলে প্রচার হতে যাচ্ছে প্রাণ প্রিমিয়ার ঘি স্টার কুক। সেখানে বিভিন্ন সেলিব্রেটি মজার মজার রান্না করবেন। এ ছাড়া এশিয়ান টিভির ৩০ পর্বের একটি লাইফস্টাইল বিষয়ক অনুষ্ঠানের কাজেও যুক্ত আছেন তিনি। একই সঙ্গে মমতাজ মেহেদীর রিয়েলিটি শো রঙে রাঙা উপস্থাপনা করছেন শ্রাবণ্য।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন