শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

দুই গানের অডিও-ভিডিও নিয়ে আসছেন তানভীর তারেক

প্রকাশের সময় : ২৫ মে, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : দুটি গানের অডিও ও ভিডিও নিয়ে শ্রোতা-দর্শকদের সামনে হাজির হচ্ছেন প্রতিভাবান কণ্ঠশিল্পী-সঙ্গীত পরিচালক তানভীর তারেক। গান দুটির একটি কণ্ঠশিল্পী আলিফ আলাউদ্দিনের সাথে। গানটির শিরোনাম ‘দোটানা’। আরেকটি নিয়াজ আহমেদ অংশুর লেখা তানভীরের কণ্ঠে ‘তোমার শহর আমার শহর’। প্রথমবারের মতো আলিফ আলাউদ্দিনের সাথে দ্বৈত গানে কণ্ঠ দিলেন তানভীর তারেক। গানটির কথা, সুর ও সঙ্গীত তৈরি করেছেন তানভীর নিজে। ইয়ামিন এলানের নির্দেশনায় ই মিউজিক স্টুডিও ফ্লোরে বিশেষ সেট তৈরি করে গানটির শুটিং শেষ হয়েছে। গানটি রেকর্ড হয়েছে তানভীর তারেকের সেলিব্রেটি সাউন্ডল্যাব স্টুডিওতে। আলিফ বলেন, ‘খুব দারুণ একটা কাজ হয়েছে, এটুকুই আমি বলব। গানটির ভিতরে দারুণ এক রিদম আছে, যা শুনলে গুণগুণ করে গাইতে ইচ্ছে করে। গেল সপ্তাহে সন্ধ্যা থেকে প্রায় মধ্যরাত পর্যন্ত গানটির শুটিং করেছি। আশা করছি গানটি ভালো লাগবে।’ ‘তোমার শহর আমার শহর’ এর ভিডিও নির্মাণ করেছেন স্কাল প্রডাকশনের তুষার। মেলো রক ধাঁচের গানটিরও সুর ও সঙ্গীতায়োজন করেছেন তানভীর। উল্লেখ্য, নব্বই দশকে আইয়ুব বাচ্চু-জেমসসহ একাধিক ব্যান্ড তারকার আলোচিত গানের গীতিকার নিয়াজ আহমেদ অংশু। দুটি গানের অডিও-ভিডিও নিয়ে এই ভিন্ন ধারার সিঙ্গেলসটি সিডি চয়েজের ব্যানারে রিলিজ হবে আগামী সপ্তাহে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন