কায়সার আহমেদের পরিচালনায় নতুন তিনটি দীর্ঘ ধারাবাহিক নাটকের শূটিং শেষ পর্যায়ে। ‘বকুলপুর’, চাঁন বিবিয়ানী, ও ‘মহাঝামেলা’ শিরোনামের তিনটি নাটকে অনেক দর্শকপ্রিয় শিল্পীরা অভিনয় করেছেন। এরইমধ্যে মহাঝামেলা ধারাবাহিক নাটকটির প্রচার শুরু হয়েছে এশিয়ান টিভিতে প্রতি শনি থেকে সোমবার রাত টায়। নাজির মাহমুদের কন্ঠে মহাঝামেলা নাটকের টাইটেল গানটি প্রশংসিত হয়েছে। ইমন সাহার সুরে বকুলপুর নাটকের গানটিও কোনালের কন্ঠে চমৎকার হয়েছে। জানা যায়, গত চার মাস ধরে একটানা তিনটি নাটকের শূটিং হয়েছে উত্তরা, নারায়নগঞ্জসহ বিভিন্ন জায়গায়। ‘বকুলপুর’ নাটকটি গড়ে উঠেছে যাত্রাপালার গল্প নিয়ে। অন্যদিকে ‘চাঁন বিবিয়ানী’ নাটকটির গল্প পুরাণ ঢাকার জীবনযাপন, খাবার দাবার, বিনোদন নিয়ে। মহাঝামেলা নাটকটির গল্পও পারিবারিক চলমান ঘটমান আনন্দ, হাসি, কষ্ট নিয়ে তৈরি হয়েছে। তিনটি নাটকই দর্শকরা গ্রহণ করবেন বলে নির্মাতা আশাবাদী। কায়সার আহমেদ বলেন, আমি কাজে বিশ^াসী। কাজ করতে করতে হঠাৎ একসাথে নতুন তিনিট ধারাবাহিকের কাজ চলছে, তা ভাবারই সময় পাইনি। তবে কাজগুলো যখন মনের মতো করে তৈরি হচ্ছে, তখন খুব ভালো লাগছে। তিনটি নাটকের গল্প ভিন্ন ভিন্ন বিষয়ে এগিয়ে গেছে। কমেডি, সামাজিক, পারিবারিকসহ বিভিন্ন চলমান, ঘটমান বিষয় আমার নাটকে উঠে এসেছে। সবসময়ের মতো এবারের নাটকগুলোও সবশ্রেণীর দর্শকদের ভালো লাগবে। অচিরেই রিজওয়ান খানের রচনায় সীমারেখা শিরোনামের আরেকটি ধারাবাহিক নাটকের কাজ শুরু করবেন বলে জানান কায়সার আহমেদ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন