শক্রবার ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১, ০৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

ব্ল্যাক চায়নার হার্ভার্ডে ভর্তির খবর ভুয়া

| প্রকাশের সময় : ২৮ এপ্রিল, ২০১৯, ১২:০৫ এএম

একসময় তিনি ছিলেন স্ট্রিপার, সেই সূত্র ধরে তিনি হলেন মডেল এবং শেষে উদ্যোক্তা। চলনে বলনে তিনি একজন সুপারস্টার। একজন উদ্যোক্তা হিসেবে তিনি হার্ভার্ড বিজনেস স্কুলে ভর্তি হয়ে তার দক্ষতা বাড়াবার জন্য সচেষ্ট হন। জানান বিশ্বখ্যাত বিশ্ববিদ্যালয়টি তার দক্ষতা কয়েক ধাপ এগিয়ে নিয়ে যার জন্য সায় দিয়েছে। কিন্তু বাস্তবে তা ঘটেনি। ব্ল্যাক চায়না ওরফে অ্যাঞ্জেলা হোয়াইটের এই দাবি একেবারে অসত্য, খোদ হার্ভার্ড এই সত্য প্রকাশ করেছেন। হার্ভার্ড একটি অনলাইন সংবাদ মাধ্যমকে জানিয়েছে : “হার্ভার্ড বিজনেস স্কুল অ্যাঞ্জেলা হোয়াইট নামে কাউকে ভর্তি করেনি বা তাকে কোনও অ্যাকসেপ্টেন্স লেটারও সরবরাহ করেনি।” এর আগে ব্ল্যাক চায়না বলেছিলেন : “কয়েক ধাপ এগিয়ে নিয়ে যার জন্য (হার্ভার্ড বিজনেস) স্কুল আমাকে সাহায্য করবে। আমাকে নিয়ে সবাই কথা বলে এই ভাল কথাটি নিয়েও তাই করা হোক।” জানা গেছে একটি জনসংযোগ প্রতিষ্ঠান এই বিষয়টি পরিকল্পনা করেছে। তারা অর্থের বিনিময়ে সব সাজায় এমনকী হার্ভার্ডের হুডি পরিয়ে তারা চায়নায় ছবি তুলেও তা প্রকাশ করে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন