এ সময়ে চলচ্চিত্রের সবচেয়ে সম্ভাবনাময়ী চিত্রনায়িকা অধরা খান। নির্মাতাদের মধ্যেও তাকে নিয়ে সিনেমা নির্মাণে আগ্রহ বৃদ্ধি পাচ্ছে। সম্প্রতি ইস্পাহানি আরিফ জাহানের নির্মাণাধীন ‘ড্রিমগার্ল’ সিনেমায় তিনি চুক্তিবদ্ধ হয়েছেন। এ সিনেমার পাশাপাশি অরুণ চৌধুরীর নতুন একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন। সিনেমাটির নাম ‘ভালোবাসার উত্তাপ’। ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত সিনেমাটিতে অধরা খানের বিপরীতে রয়েছেন চিত্রনায়ক ইমন, আজ থেকে সিনেমাটির শূটিং নেপালে শুরু হচ্ছে। অধরা বলেন, একটি পারিবারিক গল্পের সিনেমা এটি। এর সাথে রয়েছে কমেডি, রোমান্স। সিনেমাটির গল্পে যথেষ্ট নতুনত্ব আছে। সিনেমাটির বেশিরভাগ শূটিং হবে নেপালে ও বাকি দৃশ্য হবে দেশে। উল্লেখ্য, পরিচালক শাহীন সুমন পরিচালিত ‘পাগলের মতো ভালোবাসি’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন অধরা। পরবর্তীতে একই পরিচালকের ‘মাতাল এবং ইস্পাহানী আরিফ জাহানের ‘নায়ক’ সিনেমায় অভিনয় করেছেন তিনি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন