চাঁদপুরের হাইমচর মেঘনায় জেলে পুলিশ সংঘর্ষে নিখোঁজ পুলিশ সদস্য মোশারফ এর মৃতদেহ ২দিন পর বরিশালের হিজলা থেকে উদ্ধার করা হয়েছে। ঐ উপজেলার মিলন চেয়ারম্যানের মাছের আড়ত এলাকায় উদ্ধার করে হাইমচর থানা পুলিশ।
গত শুক্রবার রাত ১২ টায় মেঘনা নদীতে জাটকা শিকারী একদল জেলে সংঘবদ্ধভাবে পুলিশের উপর হামলা চালায়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে ৫ রাউন্ড গুলি ছুড়ে। সংঘর্ষে কনস্টেবল মেশারফ হোসেন জনি নিখোজ হন।আজ রোববার বেলা ১১টায় লাশ ঊদ্ধার করা হয়।
কনস্টেবল মোশারফ গ্রামের বাড়ী চট্টগ্রামের
সীতাকুন্ড থানার বারকুন্ড এলাকায়।
এক পুত্র সন্তানের জনক মোশারফ এর স্ত্রী শামীমা পুলিশ সদস্য। উভয়ে হাইমচর থানায় কর্মরত। মোশারফ এর ৫ ভাই ২বোন। ভাইদের মধ্যে মোশারফ সবার ছোট।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন