স্টাফ রিপোর্টার : সম্প্রতি একটি কোমল পানীয় প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। এই প্রতিষ্ঠানের একটি পণ্যের মডেল হয়ে কলকাতায় শুটিংও করেছেন। এ ধারাবাহিকতায় এবার নতুন একটি পণ্যের মডেল হয়েছেন তিনি। ওয়ালটন রেফ্রিজারেটরের বিজ্ঞাপনে মডেল হিসেবে তাকে দেখা যাবে। গত ১৯ ও ২০ মে শ্রীমঙ্গলে বিজ্ঞাপনচিত্রটির শুটিং হয়েছে। এটি পরিচালনা করেছেন ফাহাদ। ইদানীং চলচ্চিত্রে মাহির ব্যস্ততা কমে গেছে। হাতেগোনা দুয়েকটি সিনেমায় অভিনয় করছেন। ফলে তাকে বেশ ঘন ঘন বিজ্ঞাপনচিত্রে দেখা যাচ্ছে। বর্তমানে তিনি দীপংকর দীপনের পরিচালনায় ঢাকা আ্যাটাক সিনেমার কাজ করছেন। এছাড়া বদিউল আলম খোকনের নির্মাণাধীন হারজিৎ সিনেমাতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। সিনেমাটির শুটিং এ মাসে শুরু হওয়ার কথা রয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন