শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

ভিন্নধর্মী বিজ্ঞাপনে নীলা

প্রকাশের সময় : ২৬ মে, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতা থেকে উঠে আসা নতুন প্রজন্মের অভিনেত্রী নীলাঞ্জনা নীলা। নাটক ও বিজ্ঞাপনে বেশি দেখা যায় তাকে। ছোটপর্দার এই প্রিয় মুখ এবার তরুণ নির্মাতা আরিয়ানের নির্দেশনায় ভিন্নধর্মী একটি বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন। ক্রেজী টারটল এজেন্সি থেকে করা ক্রিসেন্ট ফুটওয়্যারের একটি পণ্যের মডেল হয়েছেন তিনি। এ প্রসঙ্গে নীলা বলেন, পরিচালক হিসেবে আরিয়ান ভাই অনেক ভালো কাজ করেছেন। তার টিমের সঙ্গে কাজ করে আমি অনেক খুশি। এখানে মানুষের ইমোশনসহ নানা বিষয় তুলে ধরা হয়েছে। ড্রামা বা গল্পনির্ভর এ বিজ্ঞাপন সকলে পছন্দ করবেন। এদিকে নির্মাতা আরিয়ান শাহরিয়ার বলেন, নীলাকে নিয়ে প্রথমবার কাজ করলাম। অনেক ভালো কাজ করেছে। ডিওপি হিসেবে ছিল নাভিদ খান। এ বিজ্ঞাপনে আরও মডেল হিসেবে কাজ করেছেন আরফান অনিক, আফরিন মৌরী, কারার মাহমুদ, সাদমান, মাহিসহ আরও অনেকে। ৩০ জনের মতো মডেল নিয়ে কাজ করা হয়েছে। যমুনা ফিউচার পার্কে শুটিং শেষ করা এ বিজ্ঞাপনটি খুব শিগগিরই বিভিন্ন চ্যানেলে প্রচার হবে বলে জানা যায়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন