ঢাকা রিপোর্টার্স ইউনিটির আয়োজনে এবং বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনের সার্বিক সহযোগিতায় বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে ডিআরইউ সদস্য সন্তানদের রোলার স্কেটিং প্রশিক্ষণ। এদিন বিকেলে শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্সে প্রশিক্ষন কার্যক্রমের উদ্বোধন করেন ডিআরইউ সভাপতি ইলিয়াস হোসেন। এসময় বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনের সাধারণ সম্পাদক আহমেদ আসিফুল হাসান, ডিআরইউ সাধারণ সম্পাদক কবির আহমেদ খান, ক্রীড়া সম্পাদক শফিকুল ইসলাম শামীম, প্রশিক্ষণ কার্যক্রমের দুই কোচ জুম্মন রাজ ও শমসের আলী খান উপস্থিত ছিলেন। সপ্তাহের শুক্র ও শনিবার বিকেল ৫ টা থেকে ৭টা পর্যন্ত এই প্রশিক্ষন কার্যক্রম চলবে। এই প্রশিক্ষন গ্রহনে আগ্রহী সদস্য সন্তানদের ডিআরইউ ক্রীড়া সম্পাদকের সঙ্গে যোগাযোগ করার জন্য বলা হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন