বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

সর্বোচ্চ বিলবোর্ড অ্যাওয়ার্ডসের রেকর্ড সৃষ্টি করলেন ড্রেক

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৩ মে, ২০১৯, ১০:২৮ এএম

র‌্যাপ গায়ক ড্রেক ১২টি সম্মাননা জয় করে বিলবোর্ড মিউজিক অ্যাওয়ার্ডসের ইতিহাসে সর্বোচ্চ পুরস্কার জয়ের রেকর্ড সৃষ্টি করেছেন।
লাস ভেগাসের এমজিএম গ্র্যান্ড গার্ডেন অ্যারেনাতে গত বুধবার গায়িকা কেলি ক্লার্কসনের উপস্থাপনায় এই অনুষ্ঠান হয়েছে।
এই ক্ষেত্রে তিনি টেইলর সুইফ্টকে ছাড়িয়ে এই রেকর্ড সৃষ্টি করলেন। এবার ১২টি সহ ড্রেক তার ক্যারিয়ারে ২৭টি বিলবোর্ড অ্যাওয়ার্ড জয় করেছেন। সুইফ্ট জয় করেছিলেন ২৩টি।
ড্রেকের জয়ের বিভাগগুলোর মধ্যে রয়েছে টপ আর্টিস্ট এবং টপ বিলবোর্ড ২০০ অ্যালবামস।
তিনি বলেন : “তাদের সবাইকে ধন্যবাদ যারা এটি সম্পন্ন করার জন্য তাদের সময়, শক্তি ব্যয় করেছেন এবং পরিবার ও বন্ধুদের কাছ থেকে দূরে ছিলেন। আমি সবসময় একটি ডাবল অ্যালবাম বের করার স্বপ্ন দেখেছি আর শেষ পর্যন্ত বের করেছি, ভবিষ্যতে আমি এমন আর করব না।”
‘গড’স প্ল্যান’-এর গায়কটি রসিকতা করে বলেন, “আমার এক গ্লাস শ্যাম্পেন দরকার, আরিয়া স্টার্কের (‘গেইম অফ থ্রোনস’) উদ্দেশে বলছি, গত সপ্তাহে দারুণ কাজ দেখিয়েছ।”
আরিয়ানা গ্রান্ডে প্রথমবারের মত শ্রেষ্ঠ নারী শিল্পীর পুরস্কার পেয়েছেন। কার্ডি বি পেয়েছেন ছয়টি বিলবোর্ড পুরস্কার, মেরুন ফাইভ পাঁচটি, এলা মাই, ওজিনা, ল্যুক কম্বস এবং লরেন ডেগল তিনটি করে পুরস্কার জয় করেছেন।
অনুষ্ঠানে পারফর্ম করেছেন টেইলর সুইফ্ট, পলা আবডুল, জোনাস ব্রাদার্স, হ্যাসলি, ম্যাডোনা, খালিদ এবং মারায়া কারি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন