শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খেলাধুলা

চীন গেল জাতীয় আরচ্যারি দল

স্পোর্টস রিপোর্টার : | প্রকাশের সময় : ৫ মে, ২০১৯, ১২:০৮ এএম

আরচারি ওয়ার্ল্ড কাপ স্টেজ-২ এ খেলতে চীন গেল ১০ সদস্যের বাংলাদেশ জাতীয় আরচ্যারি দল। গতকাল দিবাগত গভীর রাতে রওয়ানা হয়েছেন লাল-সবুজের তীরন্দাজরা। আগামীকাল থেকে ১২ মে পর্যন্ত চীনের সাংহাই প্রদেশে চলবে এই টুর্নামেন্ট। প্রতিযোগিতার রিকার্ভ ও কম্পাউন্ড- দু’বিভাগেই অংশ নেবে বাংলাদেশ। রিকার্ভ বিভাগে পুরুষ ও নারী একক, দলীয় ও মিশ্র দলগতে এবং কম্পাউন্ড বিভাগে পুরুষ ও নারী একক এবং মিশ্র দলগতে লড়বেন বাংলাদেশের আরচ্যাররা। রিকার্ভ বিভাগের দলে আছেন রোমান সানা, তমিমুল ইসলাম, হকিম আহমেদ রুবেল, ইমদাদুল হক মিলন ও বিউটি রায় এবং কম্পাউন্ড বিভাগের দলে রয়েছেন অসীম কুমার দাস ও সুস্মিতা বণিক। দলের সঙ্গে প্রধান কোচ হিসেবে রয়েছেন জার্মানীর মার্টিন ফ্রেডরিক ও স্থানীয় কোচ জিয়াউল হক এবং ম্যানেজারের দায়িত্ব পালন করবেন কামরুল ইসলাম কিরন। চীনে খেলতে যাওয়া এই টুর্নামেন্টে বাংলাদেশ দলের যাবতীয় খরচ বহন করছে আরচ্যারি ফেডারেশনের প্রধান পৃষ্ঠপোষক সিটি গ্রুপ ও জাতীয় ক্রীড়া পরিষদ। গতকাল বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) ডাচ-বাংলা অডিটরিয়ামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান আরচ্যারি ফেডারেশনের সহ-সভাপতি আনিসুর রহমান দীপু। এ সময় যুগ্ম- সাধারণ সম্পাদক রশিদুজ্জামান সেরনিয়াবাত ও সিটি গ্রুপের সিনিয়র ডেপুটি ব্র্যান্ড ম্যানেজার রুবাইয়াত আহমেদ উপস্থিত ছিলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন