রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খেলাধুলা

ঢাকায় ফিরেছে আরচ্যারি দল

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২০ আগস্ট, ২০২২, ৮:২৮ পিএম

ইসলামীক সলিডারিটি গেমসের (আইএসজি) ৫ম আসরে তিন পদক জিতে ঢাকায় ফিরেছে বাংলাদেশ জাতীয় আরচ্যারি দল। শনিবার দুপুর ১২টা ৫০ মিনিটে তার্কিস এয়ারলাইন্স যোগে তুরস্কের কোনিয়া থেকে ঢাকায় ফিরে আসে ১৫ সদস্যের দলটি। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পদক জয়ী জাতীয় আরচ্যারী দলকে ফুলেল অভ্যর্থনা জানিয়ে মিষ্টি খাওয়ান বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) ভারপ্রাপ্ত মহাসচিব আশিকুর রহমান মিকু এবং কোষাধ্যক্ষ এ কে সরকার। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আরচ্যারী ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রশিদুজ্জামান সেরনিয়াবাত, সহকারী সাধারণ সম্পাদক মো: কামরুল ইসলাম, কোষাধ্যক্ষ মো: আনিসুর রহমান, নির্বাহী সদস্য ডা: মো: এহছানুল করিম ও রফিকুল ইসলাম টিপু। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে টঙ্গিস্থ আরচ্যারী প্রশিক্ষণ কেন্দ্র শহীদ আহসান উল্লাহ্ মাস্টার স্টেডিয়ামে রোমান সানা-দিয়া সিদ্দিকীদের ফুল দিয়ে অভ্যর্থনা জানিয়ে মিষ্টি মুখ করায় বাংলাদেশ আরচ্যারী ফেডারেশন। কোনিয়ায় আইএসজি’র নবম দিনে গত বুধবার আরচ্যারি ডিসিপ্লিনের কম্পাউন্ড নারী দলগতে রুপা এবং রিকার্ভ পুরুষ ও নারী দলগতে দু’টি ব্রোঞ্জসহ মোট তিনটি পদক জেতে বাংলাদেশ দল।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন