অভিনেতা ও নির্মাতা শামীম জামানের নির্দেশনায় আসন্ন ঈদ উপলক্ষে নির্মিত হয়েছে দশ খন্ডের ধারাবাহিক নাটক ‘চুটকি ভান্ডার’। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আ. খ. ম হাসান, শামীম জামান, জামিল, তিতান চৌধুরী, এ্যানি খান, দোলন এবং আমানুল হক হেলালসহ আরো অনেকে। নাটকটি প্রচার হবে এটিএন বাংলায় ঈদের দিন থেকে দশম দিন পর্যন্ত রাত আটটায়। খন্ড নাটক চুটকি ভান্ডার বাংলায় প্রচলিত ১০ চুটকি নিয়ে তৈরি হয়েছে। এরইমধ্যে রাজধানীর অদ‚রে প‚বাইলে নাটকটির শূটিং সম্পন্ন হয়েছে। শামীম জামান বলেন, ‘ঈদে সাধারণত দর্শক একটু হাস্যরসাত্মক গল্পের নাটক দেখতে চান। সেই ভাবনা থেকেই চুটকি ভান্ডার নির্মাণ করেছি। দশটি আলাদা আলাদা গল্পে দশ পর্বে নাটকটি সাজানো হয়েছে। গল্পগুলো হলো বাপ বেটার যুদ্ধ, টিভি চোর, কানা মফিজ, আজব বউ, সুইসাইড নিউজ, ছাগলটা কই, তিন থাপ্পর এবং ভাবী ভালো না। নাটকগুলো রচনা করেছেন ফজলুল সেলিম, রুহুল আমিন পথিক, সেজান ন‚র ও আমানুল হক হেলাল।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন