মাগুরা জেলায় ১২৯টি মসজিদ ও মন্দিরের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নের নোটিশ দিয়েছে মাগুরা বিদ্যুৎ বিতরণ কেন্দ্র থেকে। আগামী ৭ দিনের মধ্যে বকেয়া পরিশোধ না করলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হবে। পবিত্র রমজানকে সামনে রেখে বিদ্যুৎ বিভাগের এ নোটিশ রোজাদার মুসল্লিদের মাঝে ক্ষেভের সৃষ্টি করেছে। মাগুরার ১২৯টি মসজিদ ও মন্দিরের কাছে বিদ্যুৎ বিভাগের বকেয়া রয়েছে ৪৩ লাখ ৬৫ হাজার ৬৩৮ টাকা। এ তথ্য জানিয়েছেন মাগুরা বিদ্যুৎ বিতরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী মোঃ মঞ্জুরুল ইসলাম। আগে মসজিদ মন্দিরে বিদ্যুৎ বিল মওকুফ ছিল। পরবর্তীতে পূনরায় বিল চালু করা হয়েছে। সাধারনত: মসজিদ গুলো মুসল্লীদের আর্থিক সহযোগীতায় কোন রকমে পরিচালনা করা হয়ে থাকে। বিদ্যুৎ বিল পরিশোধ করা অনেক মসজিদের পক্ষে কষ্টকর। তারাবী নামাজকে বিবেচনায় আনার জন্য সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন মুসল্লীরা।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন