বিনোদন ডেস্ক : আজ ২৭ মে, শুক্রবার সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে নাটক
‘স্বপ্নান্তর’। অঞ্জন আইচের রচনায় এটি পরিচালনা করেছেন সোহান আহমেদ। অভিনয় করেছেন মাজনুন মিজান, অপর্ণা, লুৎফর রহমান জর্জ প্রমুখ। গল্পে দেখা যাবে, রোদ নামের মেয়েটি একদিন স্বপ্নে দেখে ওসমান নামের এক লোক তাকে ধরে নিয়ে গেছে। জানতে চাইছে তার জীবনের একটা পাপের কথা। মেয়েটা জীবনের ভয়ে তার একটা পাপের কথা বলে এবং ওসমান তাকে তার পাপের শাস্তি প্রদান করে। ঘুম ভেঙে রোদ তার গায়ে রক্তের দাগ দেখতে পায়। সে এক মানসিক ডাক্তারের কাছে যায়। ডাক্তার সব ঘটনা শোনার পর কিছুটা অবাক হয়ে যান এবং সেই একই স্বপ্ন তিনিও দেখেন। এভাবে গল্পের সাথে জড়িত সবাই একদিন তাদের জীবনের সবচেয়ে গোপন পাপের কথাটা স্বীকার করে এবং স্বপ্নের সাথে তার সকালবেলার সত্যিকারের জীবনের সাথে ঘটনাটা মিলে যায়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন