বিনোদন ডেস্ক : গত বছর ঈদে সর্বশেষ নাটকে অভিনয় করেছিলেন অভিনেত্রী ও মডেল মিথিলা। তারপর আর কোনো নাটকে অভিনয় করেননি তিনি। পেশাগত ব্যস্ততার কারণে অভিনয় থেকে দূরে ছিলেন। তিনি ‘ব্র্যাক ইন্টারন্যাশনাল’-এ ‘এডুকেশন প্রোগ্রাম ম্যানেজার’ হিসেবে কর্মরত। তবে এবারের ঈদে চারটি নাটকে কাজ করবেন মিথিলা। নাটক চারটি নির্মাণ করবেন শিহাব শাহীন, তানিম রহমান অংশু, মাবরুর রশীদ বান্নাহ ও মিজানুর রহমান আরিয়ান। চারটি নাটকে তার বিপরীতে থাকবেন অপূর্ব, তাহসান ও জন। মিথিলা বলেন, ‘নির্মাতাদের বিশেষ অনুরোধে এবং ভক্তদের আগ্রহকে শ্রদ্ধা জানিয়েই এবারের ঈদে চারটি নাটকে অভিনয় করতে যাচ্ছি। প্রতিটি নাটকেরই গল্প চমৎকার। আশা করছি, দর্শকের ভালো লাগবে। এদিকে দ্বিতীয়বারের মতো মাস্টার্স করছেন মিথিলা। এর আগে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে মাস্টার্স সম্পন্ন করেন। বর্তমানে তিনি ‘ব্র্যাক ইউনিভার্সিটি’ থেকে ‘শিশুর প্রারম্ভিক বিকাশ’ বিষয়ে মাস্টার্স করছেন। বাংলাদেশের পরিপ্রেক্ষিতে এটি একটি নতুন বিষয়। ইতোমধ্যে মাস্টার্সের ক্লাস শেষে করেছেন তিনি। এখন শুধু গবেষণাপত্র জমা দেয়া বাকি। জমা দেয়া শেষ হলেই মিথিলার ডাবল মাস্টার্স শেষ হবে। উল্লেখ্য, গত বছর ঈদে মিথিলা অভিনয় করেছিলেন ইমরাউল রাফাতের ‘আবারো দেবদাস’, সিতারের ‘সেলফিবাদ’ এবং মাবরুর রশীদ বান্নাহর ‘ক্রাই বেবি ক্রাই’ নাটকে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন