শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

আজ একক নাটক লিফলেট

প্রকাশের সময় : ২৭ মে, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : এনটিভিতে আজ রাত ৯টা ৫ মিনিটে প্রচার হবে একক নাটক ‘লিফলেট’। সেরনিয়াবাত শাওনের গল্প, চিত্রনাট্য রচনা ও পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ, সাদিয়া জাহান প্রভা, শ্যামল মাওলা প্রমুখ। ‘ভÐ শাহ বাতেন হেকিমের দাওয়াখানার লিফলেট বিতরণই সায়রার জীবিকার একমাত্র উৎস। শাহ বাতেন জাফরের ছদ্মনাম। এই নাম ব্যবহার করে সে হেকিমি দাওয়াই দেয় মোবাইলে। লিফলেট বিতরণকালে সায়রাকে বিভিন্ন প্রতিক‚লতার বিরুদ্ধে। আরেক ক্যানভাসার আবদুল ওয়াহেদ। ক্যানভাস করতে গিয়ে সে দেখতে পায় ভেজাল, ঠগ, প্রতারক ব্যবসায়ীদের কারসাজি। একদিন সায়রা আর ওয়াহেদের সাক্ষাৎ হয়। ওয়াহেদের উপস্থিতি টের পেয়ে জাফর তার পেছনে স্পাই লাগায়। বন্দী সায়রা পালায় জাফরের ডেরা থেকে। এরপর সায়রা আর ওয়াহেদ মিলে একটি সিদ্ধান্ত নেয়।’

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন