গত বছর ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে বিশ্ব সুন্দরী প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে অংশ নিয়েছিলেন জান্নাতুল ফেরদৌসী ঐশী। সম্প্রতি তার ফেসবুক আইডি ও পেজ হ্যাক হয়েছে বলে গণমাধ্যমকে জানান তিনি।
মঙ্গলবার (৭ মে) রাতে তার পেজ ও আইডি দুটোই হ্যাকিংয়ের শিকার হয়েছে বলে গণমাধ্যমকে জানান তিনি।
ঐশী বলেন, এর আগেও একবার আমার আইডি হ্যাক হয়েছিল। সেবার বড় ধরনের অঘটনের আগেই উদ্ধার করতে পেরেছিলাম। এবার আবার আইডি আর পেজ দুটোই হ্যাক হয়েছে। কী করা উচিত ঠিক বুঝে উঠতে পারছি না। তবে সাইবার ক্রাইম কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
উল্লেখ্য, বিশ্ব সুন্দরী প্রতিযোগিতা শেষে দেশে ফিরে মিউজিক ভিডিও আর বিজ্ঞাপনে মডেলিং করেছেন ঐশী। ‘মিশন এক্সট্রিম’ ছবির শ্যুটিংয়েও অংশ নিয়েছেন তিনি। এটিই তার প্রথম সিনেমা। সহশিল্পী হিসেবে থাকছেন আরিফিন শুভ। কাজের বিভিন্ন তথ্য ফেসবুক আইডি আর পেজের মাধ্যমে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের কাছে শেয়ার করতেন ঐশী।
হ্যাকার ম্যাসেঞ্জারের মাধ্যমে ঐশীর সঙ্গে কথা বলার ইচ্ছা প্রকাশ করেছেন বলে জানান এই মডেল-অভিনেত্রী।
বিষয়টিকে বিব্রতকর আখ্যা দিয়ে তিনি জানান, আইডি ফেরত দেওয়ার জন্য হ্যাকার টাকা দাবি করেছেন।
আগামী ১৪ মে ‘মিশন এক্সট্রিম’ সিনেমার শুটিংয়ের জন্য পুরো ইউনিটের সঙ্গে দুবাই যাওয়ার কথা রয়েছে ঐশীর।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন