শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

ভারতে দেখা যাবে বিটিভি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১১ মে, ২০১৯, ১২:০৪ এএম

আগামী মাস থেকে ভারতে বিটিভির অনুষ্ঠান স¤প্রচার করা হবে। একইভাবে ভারতের দূরদর্শন চ্যানেলও দেখা যাবে বাংলাদেশ থেকে। দূরদর্শন ফ্রি ডিশের মাধ্যমে দুই দেশের দর্শকরা চ্যানেল দুটি দেখতে পারবেন। সম্প্রতি দিল্লিতে দেশটির কেন্দ্রীয় তথ্য ও স¤প্রচার মন্ত্রণালয়ের সচিব অমিত খেরের সঙ্গে এক বৈঠক শেষে এ সিদ্ধান্তের কথা জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. গওহর রিজভী। বৈঠকে ড. গওহর রিজভী ছাড়াও ভারতে বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মুয়াজ্জেম আলীর নেতৃত্বে উচ্চ পর্যায়ের এক প্রতিনিধিদল উপস্থিতি ছিলেন। আরও উপস্থিত ছিলেন চলচ্চিত্রকার শ্যাম বেনেগল ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে চলচ্চিত্রের চিত্রনাট্যকার অতুল তিওয়াড়ি। এসময় বাংলাদেশ-ভারত যৌথ সহযোগিতায় বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ওপর নির্মিত তথ্যচিত্রের বিষয় নিয়েও বৈঠকে আলোচনা হয়। এছাড়াও বৈঠকে দুই দেশের মধ্যে শক্তিশালী কমিউনিটি রেডিও নেটওয়ার্ক গড়ে তোলার বিষয়টি তুলে ধরা হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (3)
Kamal Hasan ১১ মে, ২০১৯, ৯:৪৮ এএম says : 0
BTV বাংলাদেশিরাই দেখে না ভারতীয়রা কি দেখবে বাতাবি লেবুর চাষ?
Total Reply(0)
Muhammad Shafiuddin ১১ মে, ২০১৯, ৯:৪৮ এএম says : 0
বিটিভির কল্যানে ভারতীয়রা জানতে পারবে,আওয়ামী সরকার- কতো জনপ্রিয় বাংলাদেশে,
Total Reply(0)
আরাফাত সুজিত ১১ মে, ২০১৯, ৯:৪৯ এএম says : 0
কি আনন্দ আকাশে বাতাসে
Total Reply(0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন