বিনোদন ডেস্ক : এবার প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া ব্রিটিশ ভিসাধারী নায়ক খুঁজছে। বিষয়টি অবাক করার হলেও তারা এমনই এক নায়ক খোঁজার প্রক্রিয়া শুরু করেছে। ১ জুন থেকে শুরু হতে যাওয়া তাদের যৌথ প্রযোজনার সিনেমা ‘প্রেম কি বুঝিনি’র জন্য এই নায়ক খুঁজা শুরু করেছে। স¤প্রতি নায়ক খোঁজা নিয়ে একটি পোস্ট দেয়া হয়েছে জাজের ফেসবুক পেইজে। যেখানে প্রতিষ্ঠানটি উল্লেখ করেছে, জাজ ও এসকে মুভিজ-এর যৌথ প্রযোজনার নতুন সিনেমা ‘প্রেম কি বুঝিনি’ সিনেমার জন্য এক জন নায়ক খুঁজছি, যার ইংল্যান্ড-এর ভিসা আছে। আমরা বাংলাদেশ থেকে নায়ক-নায়িকার ভিসার জন্য আবেদন করি, কিন্তু নায়ক ভিসা পায় নাই। এখন আমাদের মহাসমস্যা, কারণ জুন ১ থেকে সিনেমার শূটিং। এখন আমাদের এমন একজন নায়ক দরকার যার ব্রিটিশ ভিসা আছে। তাহলে, শুটিং শুরু করতে পারবো। আপনার যদি ব্রিটিশ ভিসা থাকে এবং যদি মনে করেন আপনি নায়ক হওয়ার যোগ্য অথবা আপনার পরিচিত কেউ যদি হিরো হওয়ার মত যোগ্য হয় এবং তার যদি ব্রিটিশ ভিসা থাকে, তা হলে দ্রæত যোগাযোগ করুন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন