শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

স্থগিত চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতির নির্বাচন : হতাশ আব্দুল আজিজ

প্রকাশের সময় : ২৮ মে, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতির নির্বাচন শেষ পর্যন্ত আদালত পর্যন্ত গড়িয়েছে। নির্বাচনের ঠিক একদিন বাকি থাকতেই একজন ভোটারের করা রিট আবেদনের প্রেক্ষিতে আদালত তিন মাসের জন্য স্থগিতাদেশ দিয়েছে। জানা যায়, সমিতির সদস্য প্রযোজক নাসির উদ্দিন নামের যার ভোটার নং-২৪ গত ২২ মে উচ্চ আদালতে একা রিট আবেদন পেশ করেন। তিনি রিটে উল্লেখ করেছেন (রিট পিটিশন নং- ৫৯৯৬-২০১৬ ), প্রযোজক খোরশেদ আলম খসরু, শামসুল আলম, শরীফ উদ্দিন খান দীপু ও মনতাজুর রহমান আকবর- এই চার প্রার্থী বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির বিগত তিন মেয়াদে পরপর নির্বাচিত হয়েছিলেন। সমিতির সংঘবিধি এবং টি. ও রুল অনুযায়ী উপরোক্ত ব্যক্তিগণ বর্তমান নির্বাচন ২০১৬-২০১৮ তে প্রার্থী হতে পারেন না। এই অবৈধ প্রার্থীগণের বিরুদ্ধে প্রতিকার চেয়ে আমি মহামান্য হাইকোর্ট-এ রিট আবেদন করছি।’ এদিকে নির্বাচনের আগেই সমিতির প্রধান দুটি প্যানেলের সমঝোতায় প্রথম এক বছরের জন্য সভাপতি নির্বাচিত হওয়া আব্দুল আজিজ নির্বাচনের ওপর হাইকোর্টের স্থগিতাদেশে চরম হতাশা প্রকাশ করেছেন। তিনি প্রযোজক সমিতির সকল সদস্য এবং ভোটারদের কাছে লিখিত বার্তা পাঠিয়ে এই হতাশা ব্যক্ত করেন। ‘আব্দুল আজিজ প্যানেল’ এর মুখপাত্র আব্দুল আজিজ চিঠিতে উল্লেখ করেছেন, ‘সম্মানিত সদস্য, দঃখ ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি যে একজন সম্মানিত ভোটারের আবেদনের প্রেক্ষিতে মহামান্য হাইকোর্ট প্রযোজক সমিতির নির্বাচন তিন মাসের জন্য স্থগিত করেছেন। উপরোক্ত পরিস্থিতিতে আমি এবং আমার কমিটির সকল প্রার্থী হতাশ। আমরা আপনাদের পাশে ছিলাম এবং থাকবো।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন