বিনোদন ডেস্ক: সার্ক ফিল্ম ফেস্টিভ্যাল ২০১৬ তে যাচ্ছে বাংলাদেশের সিনেমা নেকাব্বরের মহাপ্রয়াণ। শ্রীলংকার কলম্বোতে আগামী ১ থেকে ৬ জুন পর্যন্ত চলবে এ উৎসব। মাসুদ পথিক পরিচালিত সিনেমাটি দেখানো হবে ২ জুন। উৎসবে অংশগ্রহণের আনুষ্ঠানিক চিঠি পান পরিচালক মাসুদ পথিক। উৎসবে অংশগ্রহণ প্রসঙ্গে তিনি বলেন, আমার জন্য এটা আনন্দের সংবাদ। বাংলাদেশ থেকে এ বছর আমার সিনেমাটিই অংশ নিচ্ছে। সিনেমাটি দেখে উৎসবে আসা দর্শক মুগ্ধ হবেন বলেই আমার বিশ্বাস। মাসুদ পথিক জানান, এটি ছাড়াও আগামী ৪ জুন কলকাতায় নজরুল মঞ্চে আয়োজিত টেলিসিনে অ্যাওয়ার্ড ২০১৬–তে একটি বিশেষ পুরস্কার পাচ্ছেন তিনি। উল্লেখ্য, নেকাব্বরের মহাপ্রয়াণ ২০১৪ সালের সেরা ছবি হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন