অভিনেত্রী জেনিফার লরেন্স জানিয়েছেন প্রায় ১০ জন মানুষ তার ছবি তোলার জন্য তার বাড়ির বাইরে রাত কাটায়।
‘এক্স-মেন : অ্যাপোক্যালিপ্স’ তারকাটি জানান প্রতিদিন ঘুম থেকে উঠে তার ছবি তুলতে মরিয়া ঠিক একই ১০ জন মানুষকে দেখা তার জন্য কষ্টকর। তবে, এই ব্যাপারে তার কোনও অভিযোগ নেই কারণ সবাই বলে থাকে তার এই অবস্থানের ব্যাপারে তার মাঝে কোনও কৃতজ্ঞতাবোধ নেই।
“১০ জন মানুষ আমার বাড়ির বাইরে রাত কাটায় এবং প্রতি সকালেই আমি তাদের দেখি আর এটা খুব সুখকর নয়। আমি অন্য অভিনয়শিল্পীদের সঙ্গে এই বিষয়ে কথা বলেছি যাদের একই সমস্যা আছে, তবে আমাদের এসব নিয়ে অভিযোগ নেই কারণ থাকলে মানুষ শাসাবে, ‘চুপ থাকো মিলিয়নেয়ার’, আর বলবে ‘তুমি এতো ভাগ্যবান।’
“আর হ্যাঁ আমরা ভাগ্যবান কিন্তু আমাদের অবস্থান নিয়ন্ত্রণ করার অধিকার আচে আমাদের। আমার মনে আমি দেখতে চাই মানুষ একমাত্র চলচ্চিত্রের আমাকে দেখবে, অথবা আমার চরিত্রে, বা যখন আমি আমার চলচ্চিত্রের প্রচারে থাকি,” ২৫ বছর বয়সী অভিনেত্রীটি বলেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন