ঈদুল ফিতরের আগে তৈরি পোশাক কারখানা, পাটকলসহ সকল শ্রমিকদের বোনাস ও বকেয়া মজুরি বেতন-ভাতা পরিশোধের দাবি জানিয়েছে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র। গতকাল বুধবার সকাল রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে এ দাবি জানানো হয়। ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি শহীদুল্লাহ চৌধুরীর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক ডা. ওয়েজেদুল ইসলাম খান, সাংগঠনিক সম্পাদক আব্দুল মালেক, প্রচার সম্পাদক আব্দুর রাজ্জাক প্রমুখ। মানববন্ধনে অভিযোগ করা হয় শ্রমিকেরা তাদের দাবি-ধাওয়া পূরণে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসলেও সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নীরব ভূমিকা পালন করছে। বক্তারা বলেন, ঈদের আগেই শ্রমিকদের বকেয়া মজুরি পরিশোধ করতে হবে। দিতে হবে তাদের ঈদ বোনাসও। পাশাপাশি কারখানাগুলোতে মজুরি কমিশনের সুপারিশ বাস্তবায়নসহ সব যৌক্তিক দাবি মেনে নিতে হবে। অবিলম্বে বকেয়া মজুরি ও ঈদ বোনাস পরিশোধ করা করা না হলে কঠোর আন্দোলনের হুমকি দেন শ্রমিক নেতারা।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন