শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

ঈদের নাটক টেডি মোস্তফা

বিনোদন ডেস্ক: | প্রকাশের সময় : ১৭ মে, ২০১৯, ১২:০৫ এএম

পুরান ঢাকার ব্যবসায়ী পরিবারের সুখ-দুঃখ ও আনন্দ-বেদনার গল্প নিয়ে তারেক রহমান নির্মাণ করেছেন নাটক ‘টেডি মোস্তফা’। নাটকটি ঈদুল ফিতরে স্যাটেলাইট চ্যানেল আরটিভি’তে প্রচার হবে বলে জানিয়েছেন নির্মাতা। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, মনিরা মিঠু, সোহেল খান, শাওন, শেহতাজ প্রমুখ। পুরান ঢাকার ব্যবসায়ী বাবার একমাত্র ছেলে মোস্তফা। চারবার ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়েও ফেল করার পর বাবা তাকে নিজেদের আড়তে বসতে বলে। কিন্তু বাবার কথা না শুনে অবাধ্য মোস্তফা মহল্লার বখাটেদের সাথে মিশে নানা ধরনের অপকর্ম করে বেড়ায়। এজন্য প্রতিদিনই কোন না কোন বিচার আসে মোস্তফার বিরুদ্ধে। মহল্লবাসীর নালিশে অতিষ্ঠ হয়ে পড়ে বাবা। বখাটে ছেলে কর্তৃক মানসম্মান হারানোর পর নানা ধরনের দুশ্চিন্তায় তিলে তিলে মারা যায় মোস্তফার বাবা। বাবার মৃত্যুর পর জীবনের মানে বুঝতে শুরু করে টেডি মোস্তফা। পুরো সংসারের দায়িত্ব এসে পড়ে তার কাঁধে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন