শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

ডার্টি গ্র্যান্ডপা

প্রকাশের সময় : ২৯ জানুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

ড্যান মেজার পরিচালিত কমেডি ফিল্ম ‘ডার্টি গ্র্যান্ডপা’। ২০১৩তে মেজার পরিচালিত একমাত্র পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘গিভ ইট আ ইয়ার’ চলচ্চিত্রটি মুক্তি পেয়েছে। তিনি এছাড়াও ‘ডা আলি জি শো’র ছয়টি পর্ব পরিচালনা ও প্রযোজনা করেছেন।
জেসন কেলি (য্যাক এফরন) একজন সাদাসিধে তরুণ। জীবনে যে সে এমন এক ঝামেলায় পড়বে তা সে জীবনেও ভাবতে পারেনি। আর কয়েকদিন পর তার বিয়ে শাদিয়ার (জোয়ি ডয়েচ)। তারই প্রস্তুতি নেবে সে এমনই কথা ছিল। কিন্তু এমনই এক গুরুত্বপূর্ণ সময়ে তার দাদা রিচার্ড কেলি ওরফে ডিক (রবার্ট ডি নিরো) এসে হাজির। একজন অবসরপ্রাপ্ত জেনারেল ডিক এসেই জানায় জেসনকে তার সঙ্গে ফ্লোরিডা পর্যন্ত এক ট্রিপে যেতে হবে। ডিক যদি একজন স্বাভাবিক মানুষ হত তাহলে কোনও কথা ছিল না। চ‚ড়ান্ত মুখখারাপ মানুষ, শালীন কোনও কথা তার মুখে উচ্চারিত হয় না। আর যত উগ্রতা তার কাছে যেন স্বাভাবিক আচরণ। এই যাত্রায় ডিক কী পরিকল্পনা এঁটে রেখেছে তার কোনও ধারণাও নেই জেসনের। পথে একদল মেয়ে তাদের সঙ্গে ডেটোনা বিচে সঙ্গী হবার আমন্ত্রণ জানায়। জেসন নিমরাজি হলেও রাজি হতে বাধ্য হয়। এরপর শুরু হয় এক উদ্দাম যাত্রা। তাতে যে কী কী উপাদান থাকবে তার ধারণা জেসন কী ডিকের কল্পনায়ও ছিল না।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন