স্টাফ রিপোর্টার : দীর্ঘদিন পর আসিফ আকবর ও এস আই টুটুল এক চলচ্চিত্রে প্লেব্যাক করতে যাচ্ছেন। মালেক আফসারীর নাম ঠিক না হওয়া নতুন সিনেমায় কণ্ঠ দেবেন তারা। এই সিনেমায় পৃথক দুইটি গান গাইবেন তারা। আলী আকরাম শুভর সঙ্গীতায়োজনে সুদীপ কুমার দীপের কথায় আসিফ কণ্ঠ দেবেন ‘অনেক ভালোবাসি’ শিরোনামের একটি গানে এবং টুটুল কণ্ঠ দেবেন ‘ধুলোয় করি খেলা’ শিরোনামের একটি গানে। সিনেমাটিতে মোট গান থাকবে পাঁচটি। এরমধ্যে দুইটি গানের রেকর্ডিং হবে এ মাসে। গানের রেকর্ডিংয়ের মাধ্যমে এর মহরত অনুষ্ঠিত হবে। আগামী মাসের মাঝামাঝি সময়ে সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। এতে জুটি বেঁধে অভিনয় করতে দেখা যাবে জায়েদ খান ও পরীমণিকে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন