‘নাচ বালিয়ে’ এবং ‘ঝলক দিখলা যা’র মত শোর পর অভিনেত্রী শিল্পা শেট্টি আরেকটি নাচ ভিত্তিক রিয়েলিটি শোতে বিচারক হিসেবে অংশ নেবেন। আসন্ন এই অনুষ্ঠানটির নাম ‘ইন্ডিয়া’স সুপারড্যান্সার’।
আগের শোগুলোতে শিল্পা সেলিব্রিটি অংশগ্রহণকারীদের নাচের দক্ষতা যাচাই করে তার রায় দিয়েছেন। আর এবার তিনি যাচাই করবেন ৮ থেকে ১৩ বছর বয়সী নাচিয়েদের নাচের দক্ষতা।
অনুষ্ঠানটির অংশ হতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করে শিল্পা জানান, আজকালের শিশুরা দারুণ প্রতিভাবান। তাদের নিষ্কলুষতা প্রশংসার দাবি রাখে আর তারা তাদের দক্ষতা দেখিয়ে মুগ্ধ করে।
শিল্পা শেট্টি ব্যবসায়ী রাজ কুন্দ্রকে বিয়ে করে চলচ্চিত্র জগত থেকে দূরে আছেন। তার একমাত্র ছেলে সন্তান বিয়ানের বয়স এখন চার। তিনি হিন্দি চলচ্চিত্রের একাধিক নৃত্য দৃশ্যে পারফর্ম করে খ্যাতি পেয়েছেন।
সোনি এন্টারটেইনমেন্ট টেলিভিশনের ‘ইন্ডিয়া’স সুপারড্যান্সার’ শোটির অন্য দুই বিচারকের বিষয়ে এখনও জানা যায়নি।
গ্রন্থনা : মোহাম্মদ শাহ আলম
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন