শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

আজ কবি শাহীন রেজার ৫৪তম জš§দিন

প্রকাশের সময় : ২৯ মে, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : আজ কবি শাহীন রেজার ৫৪তম জš§দিন। প্রেম, প্রকৃতি ও সৃষ্টিকর্তার কাছে সমর্পিত এ কবি ১৯৬২-এর এই দিনে পিরোজপুর জেলার পুখরিয়া গ্রামের মাতুলালয়ে জš§গ্রহণ করেন। একাধারে কবি, নাট্য নির্মাতা, সম্পাদক ও গবেষক শাহীন রেজার নিজ বাড়ি একই জেলার কাউখালী উপজেলাধীন শির্ষা গ্রামে। তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা ১৮। সাহিত্য পত্রিকা ঘাস ফুল পাখি এবং রোদবৃষ্টির সম্পাদক কবি শাহীন রেজা কবিতায় বিশেষ অবদানের জন্য কয়েকটি সম্মাননা ও পদক লাভ করেছেন। সোঁদা মাটির গন্ধ নিয়ে বেড়ে ওঠা এ কবি বর্তমানে বোদ্ধামহলে আলোচিত সিরিয়াস পাক্ষিক বৈচিত্র্য এবং অনলাইন নিউজ পোর্টাল বৈচিত্র্য নিউজ২৪ডটকম সম্পাদনা করছেন। তিনি সার্ক ইয়াং রাইটার্স ফোরামের সভাপতি। এছাড়া নির্মাতা প্রতিষ্ঠান হৃদয় মিডিয়াভিশনের চেয়ারম্যান এবং বিজ্ঞাপনী সংস্থা ফেয়ার এন্ড ফেয়ার-এর চেয়ারম্যান ও সিইওর দায়িত্ব পালন করছেন। কবির ৫৪তম জš§দিন উপলক্ষে বৈচিত্র্য কার্যালয়ে আজ বিকালে ঘরোয়া আড্ডা ও কবিতা পাঠের আয়োজন করা হয়েছে। এতে দেশবরেণ্য কবি, সাহিত্যিক ও সাংবাদিকবৃন্দ উপস্থিত থাকবেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন