শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১, ০১ জিলক্বদ ১৪৪৫ হিজরী

মহানগর

খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২১ মে, ২০১৯, ৫:৫৮ পিএম

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সুচিকিৎসার দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। মঙ্গলবার (২১ মে) সকাল ১১টায় স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে নেতাকর্মীর নয়াপল্টনে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে নাইটিঙ্গেল মোড় ঘুরে আবারও বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। মিছিলে নেতৃত্ব দেন বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। স্বেচ্ছাসেবক দলের নেতাদের মধ্যে ছিলেন- সভাপতি শফিউল বারী বাবু, সাধারণ সম্পাদক আবদুল কাদির র্ভুঁইয়া জুয়েল, সিনিয়র সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান, সহ-সভাপতি গোলাম সরোয়ার, সাংগঠনিক সম্পাদক ইয়াছিন আলী, যুগ্ম সাধারণ সম্পাদক সাদরেজ জামান, ঢাকা মহানগর উত্তরের সভাপতি ফখরুল ইসলাম রবিন, সাধারণ সম্পাদক গাজী রেজওয়ান হোসেন রিয়াজ, দক্ষিণের সিনিয়র সহ-সভাপতি রফিক হাওলাদার, উত্তরের সিনিয়র সহ-সভাপতি হারুন অর রশিদ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল, সহ-সাধারণ সম্পাদক মাজহারুল হক সোহাগ, সাবেক দফতর সম্পাদক আক্তারুজ্জামান বাচ্চু, তাঁতী বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান মনির, সাবেক সম্পাদক মাহবুবুল আলম মন্টু, ঢাকা মহানগর দক্ষিণের সাবেক যুগ্ম আহবায়ক শফিউদ্দিন সেন্টু, স্বেচ্ছাসেবক দল উত্তরের সাংগঠনিক সম্পাদক সাঈদুর রহমান সাঈদ, দক্ষিণের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর কাদির ঝিলন, ঢাকা জেলার সাধারণ সম্পাদক নাজমুল হোসেন অভি, যুগ্ম সম্পাদক আশরাফুল আলম সুমন, মুন্সিগঞ্জ জেলার সভাপতি ইদ্রিশ মিয়াজী ভিপি মোহন, সাধারণ সম্পাদক সিদ্দিক মোল্লা, নারায়ণগঞ্জ জেলার সভাপতি আনোয়ার সাদাৎ সায়েম, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, সাংগঠনিক সম্পাদক সালাহ উদ্দিন সালু, গাজীপুর জেলার সহ-সভাপতি রফিকুল ইসলাম, সহ-সভাপতি মোঃ নয়ন, সাংগঠনিক সম্পাদক আপেল মাহমুদ, ১ম যুগ্ম সম্পাদক মোঃ মতি, সাবেক কেন্দ্রীয় সহ-সংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, সহ-সম্পাদক মহিউদ্দিন লোবান, ফরহাদ উদ্দিন, এম জি মাসুম, সওদাতুল ইসলাম সাগির, খোরশেদ আলম পাটোয়ারী, ফয়সাল আহমেদ খান, বেলাল আহমেদ, অমিত হাসান হাফিজ, সদস্য এ বি এম মুকুল, ডাঃ মোঃ জাহিদুল কবির জাহিদ, মোঃ জসিম উদ্দিন, মোকসেদুর রহমান আবির, মোজাম্মেল হক মৃধা, এস এম সায়েম, সেকান্দার খান বেপারী, কেন্দ্রীয় নেতা নুরুজ্জামান সরদার, আরিফুর রহমান, ড. মোঃ মফিদুল আলম খান, হাজী আনোয়ার হোসেন, সরোয়ার ভুঁইয়া রুবেল, আবদুল্লাহ আল মামুন, এস এম ডালিম, মোরশেদ আলম, শাহ আলম, আনিসুর রহমান সুজনসহ স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।

মিছিল শেষে এক সংক্ষিপ্ত বক্তব্যে বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, মধ্যরাতের ভোটের সরকারের প্রতিহিংসা এতটাই বেপরোয়া হয়ে উঠেছে যে, দেশের চারবারের প্রধানমন্ত্রী ও গণমানুষের ভরসাস্থল বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় অন্যায়ভাবে সাজা দিয়ে কারাগারে পাঠিয়ে জীবন বিপন্ন করার পাঁয়তারা করছে। তিনি অবিলম্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে তাঁর পছন্দের হাসপাতালে সুচিকিৎসার সুযোগসহ নিঃশর্ত মুক্তির জোর দাবি জানান। পাশাপাশি কারাবন্দী সকল নেতাকর্মীর নিঃশর্ত মুক্তি দাবি করেন।

মিছিল শেষে আরও বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু এবং সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভুইয়া জুয়েল।

শফিউল বারী বাবু তার বক্তব্যে বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের প্রস্তুত থাকতে হবে। বিভিন্ন জটিল ও কঠিন রোগে আক্রান্ত হয়ে দেশনেত্রীর এখন সংকটাপন্ন অবস্থা। কিন্তু বেগম খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে সরকার প্রধান শেখ হাসিনা রসিকতা করছেন। বিশ্বের সকল স্বৈরশাসকদের নিষ্ঠুরতাও শেখ হাসিনার নিষ্ঠুরতার কাছে পরাজিত হয়েছে। দেশকে আওয়ামী দুঃশাসনের কবল থেকে এখনই উদ্ধার করতে না পারলে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব চরম হুমকির মুখে পড়বে। তাই দেশ রক্ষার্থে দেশনেত্রীর মুক্তির জন্য আমাদেরকে রাজপথে নেমে আসতে হবে। অবিলম্বে দেশনেত্রীকে মুক্তি দেয়া না হলে জনগণের ক্ষোভের আগুন থেকে রেহাই পাবে না সরকার।

আব্দুল কাদির ভুইয়া জুয়েল বলেন, মিথ্যা মামলায় কারাগারে আটক ‘গণতন্ত্রের মা’ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা বর্তমানে চরম পর্যায়ে উপনীত হলেও সরকার প্রধানের অমানবিক রসিকতায় দেশের মানুষ স্তম্ভিত। জামিনযোগ্য মামলায় প্রধানমন্ত্রীর অঙ্গুলি হেলনে আজ দেশনেত্রীর জামিন হচ্ছে না, এমনকি সুচিকিৎসা নিশ্চিতে বেগম খালেদা জিয়ার পছন্দের হাসপাতালে চিকিৎসার সুযোগ দেয়া হচ্ছে না। অবিলম্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে বক্তব্যে উল্লেখ করেন আব্দুল কাদির ভুইয়া জুয়েল।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন