শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

ধ্রুব মিউজিক স্টেশনের বর্নাঢ্য ঈদ আয়োজন

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২২ মে, ২০১৯, ১২:০৩ এএম

বরাবরের মতো এবারের ঈদুল ফিতরেও দেশের শীর্ষ অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) প্রকাশ করছে একাধিক গান-ভিডিও। তারকা শিল্পীদের পাশাপাশি এই প্রতিষ্ঠান থেকে প্রকাশিত হচ্ছে সম্ভাবনাময় তরুণদের গানও। প্রতিষ্ঠানটির কর্ণধার সঙ্গীতশিল্পী ধ্রুব গুহ জানান, ‘ডিএমএস বরাবরই তরুণদের প্রাধান্য দিয়ে আসছে। এবারও তার ব্যতিক্রম নয়। আমরা যেমন প্রবীন শিল্পীর গান প্রকাশ করছি, তেমন একেবারেই নতুন শিল্পীরও গান থাকছে আমাদের ঈদ আয়োজনে। আর এটা আমরা করেছি সব শ্রেণীর শ্রোতার কথা চিন্তা করে। আমার বিশ্বাস গান পিপাসুরা এবারের ঈদে ডিএমএস’র এই আয়োজন থেকে পরিপূর্ণ বিনোদন পাবেন। ঈদে ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) যেসব গান প্রকাশ করছে তার মধ্যে আছে কন্ঠশিল্পী আরিফুল ইসলাম মিঠুর ‘মাঝরাতে’। শফিউদ্দিন সিকদারের কথায় গানটির সুর করেছেন মোহাম্মদ ইসহাক। সঙ্গীতায়োজনে ছিলেন রকেট মন্ডল। গানটির ভিডিও নির্মাণ করেছেন আলমগীর হোসেন। প্রকাশিত হবে কাজী শুভ’র ভুলিয়া না যাইও। পাগল হাসানের কথা ও সুরে ‘ভুলিয়া না যাইও’ গানটির সঙ্গীতায়োজন করেছেন রাফি মোহাম্মদ। মৌলিক গল্পে গানটির ভিডিও নির্মাণ করেছেন মাহিন আওলাদ। তরুণ কন্ঠশিল্পী তৌফিক তামিম-এর কন্ঠে আসছে ‘মন বসেনো পড়ার টেবিলে’। আবিদ কবিরের সঙ্গীতায়োজনে গানটির কথা ও সুর করেছেন ছাপ নাসিফ। এর ভিডিও পরিচালনা করেছেন ভিকি জাহেদ। প্রকাশিত হবে কন্ঠশিল্পী ইমন খানের প্রেমের পাগল। রবিউল ইসলাম জীবনের কথায় গানটির সুর করেছেন ইমন খান নিজেই আর সঙ্গীতায়োজন করেছেন এমএমপি রনি। ভিডিও পরিচালনা করেছেন সাজিন খান। ইমরান মাহমুদুলের সুর ও সঙ্গীতায়োজনে আসছে সাফায়াতের কন্ঠে ‘তোকে ছাড়া’। গানটির কথা লিখেছেন স্নেহাশীষ ঘোষ। ভিডিও পরিচালনা করেছেন চন্দন রায়। গীতিকবি কবির বকুল ও কন্ঠশিল্পী দিনাত জাহান মুন্নী তনয়া প্রেরণার কন্ঠে ‘মন প্রজাপতি’। কবির বকুলের কথায় গানটির সুর করেছেন পুলক আর সঙ্গীত আহমেদ হুমায়ুন। ভিডিও পরিচালনা করেছেন চন্দন রায় চৌধুরী। প্রকাশিত হবে সাংবাদিক ও কন্ঠশিল্পী তানভীর তারেকের ’আবার নতুন করে’। গানটির কথা, সুর সঙ্গীত এবং কন্ঠ তানভীর তারেকের। ‘হালকা হালকা প্রেম’ নিয়ে আসছেন রুপা রোজারিন। আভরাল সাহির’র সঙ্গীতায়োজনে গানটির কথা ও সুর করেছেন মোহাম্মদ ইকবাল। ভিডিও পরিচালনা করেছেন সৈকত রেজা। প্রকাশিত হবে নাজু আকন্দের নতুন গান ‘উড়ে যেতে চাই’। সাজিদ সরকারের সুর ও সঙ্গীতায়োজনে গানটি লিখেছেন রবিউল ইসলাম জীবন। ভিডিও পরিচালনা করেছেন এ কে পরাগ। কন্যারে খ্যাত শান এবারের ঈদে নিয়ে আসছেন তার নতুন চমক ‘গুনি প্রহর’। তানিয়া সুলতানার কথায় গানটির সুর ও সঙ্গীতায়োজন করেছেন শান নিজেই। লতা আচারিয়ার ভিডিও পরিচালনায় পুরো ভিডিও জুড়েই আছেন শান। খায়রুল ওয়াসী নিয়ে আসছেন ‘আমার কষ্টের জল’। এ কে রাজের গীতিকবিতায় সুর করেছেন খায়রুল নিজেই। সঙ্গীতায়োজনে আছেন মুশফিক লিটু। ৮ জুন পর্যন্ত ডিএমএস ঈদ উৎসবে ধরাবাহিক ভাবে প্রকাশিত হবে গানগুলো।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন