শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

ইউজিসির চেয়ারম্যান হলেন প্রফেসর কাজী শহীদুল্লাহ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২২ মে, ২০১৯, ৫:৪১ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের প্রফেসর ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর কাজী শহীদুল্লাহকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সংখ্যাতিরিক্ত এই প্রফেসরকে চার বছরের জন্য ইউজিসির চেয়ারম্যান নিয়োগ দিয়ে বুধবার (২২ মে) আদেশ জারি করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। তার এই নিয়োগ যোগদানের তারিখ থেকে কার্যকর হবে। তিনি প্রচলিত বিধি অনুযায়ী বেতনভাতা ও আনুষঙ্গিক সুবিধা পাবেন। ইউজিসি চেয়ারম্যান পদে প্রফেসর আবদুল মান্নানের মেয়াদ গত ৭ মে শেষ হয়। এর পর থেকে কমিশনের সিনিয়র সদস্য প্রফেসর মোহাম্মদ ইউসুফ আলী মোল্লা চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসছিলেন।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন