আট) আম্মানের বাদশাহর নামে
বাদশাহ জিজ্ঞাসা করলেন, কোরায়েশ কি ধরণের ব্যবহার করেছিলো, বলুন।
আমি : সবাই তাঁর আনুগত্য মেনে নিয়েছে। কেউ দ্বীনের প্রতি ভালোবাসার কারণে, আবার দু’একজন তলোয়াড়ের ভয়ে।
বাদশাহ : তাঁর সাথে কি ধরণের লোক রয়েছে?
আমি : সব ধরণের লোকই রয়েছে। তারা ইসলামকে আগ্রহের সাথে গ্রহণ করেছে। ইসলামকে অন্য সকল ধর্ম বিশ্বাসের উপর প্রাধান্য দিয়েছে। আল্লাহর হেদায়াত এবং বিবেকের পথ-নির্দেশনায় তারা বুঝতে পেরেছে যে, এ যাবত তারা ছিলো পথভ্রষ্ট। আমার জানামতে এই এলাকায় আপনিই শুধু এখনো ইসলাম গ্রহণ করেননি। আপনি যদি ইসলাম গ্রহণ না করে এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের অনুসরণ না করেন, তবে ঘোড়া ও উটের পিঠে সওয়ার হয়ে আসা লোকেরা আপনাকে তছনছ করে দেবে। আপনার সজীবতা নিশ্চিহ্ন করে দেবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন