শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

ঈদ ইত্যাদিতে দেশের গনে এ্যান্ড্রু কিশোর কুমার বিশ্বজিৎ ও শফি মন্ডল

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৮ মে, ২০১৯, ১২:০৪ এএম

ইত্যাদির আয়োজন সম্পর্কে কোন ভূমিকার প্রয়োজন হয় না। ঈদ উপলক্ষে নির্মিত ইত্যাদির চমকানো সব বিষয়ের মধ্যে একটি বিশেষ বিষয় হচ্ছে অনুষ্ঠানের শেষে প্রচারিত দেশাত্মবোধক গান। আর প্রতি ঈদেই দেশের বরেণ্য শিল্পীদের দিয়ে ঈদ ইত্যাদিতে ব্যতিক্রমধর্মী বিষয় ভিত্তিক এই দেশাত্মবোধক গানটি করা হয়। এবারও তার ব্যতিক্রম নয়। এবারের ঈদ ইত্যাদিতে প্রচারিতব্য দেশাত্মবোধক গানটিতে কণ্ঠ দিয়েছেন নন্দিত শিল্পী এ্যান্ড্রু কিশোর, কুমার বিশ্বজিৎ ও শফি মন্ডল। গানটি লিখেছেন খ্যাতিমান গীতিকবি মোহাম্মদ রফিকউজ্জামান এবং সুর ও সঙ্গীতায়োজন করেছেন সুমন কল্যাণ। গানের প্রথম দু’লাইন হচ্ছে-‘বাংলাদেশের আকাশে যেই উঠলো ফুটে চাঁদের হাসি, বললো আকাশ, এদেশটাকে ভালোবাসি ভালোবাসি...’। গানটির চিত্রায়নে শিল্পীদের সঙ্গে অংশ নিয়েছে নির্ঝর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ এর শতাধিক শিক্ষার্থী। যারা গানটির সঙ্গে বিভিন্ন কোরিওগ্রাফিতে অংশগ্রহণ করেছেন। কোরিওগ্রাফি করেছেন মনিরুল ইসলাম মুকুল। গানটির চিত্রায়ন, কথা ও সুরের ভিন্নতা, শিল্পীদের অসাধারণ পরিবেশনা, শিক্ষার্থীদের কোরিওগ্রাফি আর স্টেডিয়ামে উপস্থিত কয়েক হাজার দর্শকের করতালি-সব মিলিয়ে এবারের ঈদ ইত্যাদিতে গানটি ভিন্ন আবহ সৃষ্টি করেছে, এনেছে ভিন্নমাত্রা। ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন, স্পন্সর করেছে কেয়া কস্মেটিকস্ লিমিটেড। প্রতিবারের মত এবারও ঈদের বিশেষ ইত্যাদি ঈদের পরদিন বিটিভির ঈদ অনুষ্ঠানমালায় প্রচার হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন