অভিনেত্রী রেবেল উইলসন জানিয়েছেন তিনি একজন প্রেমিকের সন্ধানে আছেন। তিনি জানিয়েছেন এমন একজনের সঙ্গে তিনি তার জীবনকে ভাগাভাগি করে নিতে চান যাকে তার নিজের জন্য সঠিক মনে হবে। গত বছর তিনি তার আগের প্রেমিক অভিনেতা মিকি গুচ জুনিয়রের সঙ্গে সম্পর্কচ্ছেদ করেন।
“আমি অত্যন্ত স্বনির্ভর। সত্যি কথা বলতে আমি খুব বেশি স্বনির্ভর। যদি কোন নারী তার ক্ষেত্রে সফল হয় তাহলে সে তার জন্য সঠিক মানুষটিরই সন্ধান করে, তবে তার যে খুব প্রয়োজন আছে তা আমি মনে করি না,” রেবেল উইলসন মারি ক্লেয়ার সাময়িকীকে এক সাক্ষাতকারে বলেন।
“সব সময় দারুণ আনন্দ ফুর্তি করলেও আমি এমন কোন মানুষের সঙ্গে থিতু হতে চাই না যে আমার জন্য সঠিক নয়। আমি আসলেই আমার জীবনকে ভাগাভাগি করে নিতে চাই। দেখা যাক। আমি অবশ্যই খুঁজছি। আমি বিষয়টি প্রকাশ করারও চেষ্টা করছি, তবে জানি না হলিউডে সঠিক মানুষটির দেখা পাব কী না- এখানে শুধু অভিনেতা আর সঙ্গীতশিল্পীর দেখা পাওয়া যায়,” তিনি আরও বলেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন