বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

ঈদের নাটক নির্মাণ ও অভিনয়ে ব্যস্ত জাহিদ হাসান

প্রকাশের সময় : ৩০ মে, ২০১৬, ১২:০০ এএম | আপডেট : ১১:৪৬ পিএম, ২৯ মে, ২০১৬

বিনোদন ডেস্ক : অভিনেতা-নির্মাতা জাহিদ হাসান ঈদ উপলক্ষে অভিনয় ও পরিচালনা নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন। সম্প্রতি একটি ঈদ ধারাবাহিক নাটক এবং একটি একক নাটকের কাজ শেষ করে নতুন আরেকটি নাটকের শুটিং শুরু করেছেন। সাত পর্বের ধারাবাহিক নাটক ‘ঈদ মোবারক’ এবং খÐ নাটক ‘মার্শাল’র কাজ শেষ করেছেন। ‘ঈদ মোবারক’ নাটকের রচয়িতা আহসান আলমগীর এবং ‘মার্শাল’ নাটকের রচয়িতা জাকির হোসেন উজ্জ্বল। সাত পর্বের ঈদ ধারাবাহিক নাটকটি প্রচার হবে এশিয়ান টিভিতে এবং ‘মার্শাল’ প্রচার হবে বাংলাভিশনে। ‘ঈদ মোবারক’ নাটকে জাহিদ হাসানের বিপরীতে অভিনয় করেছেন নিশা এবং ‘মার্শাল’ নাটকে অভিনয় করেছেন অর্ষা। ‘মার্শাল’ নাটকে নাম ভূমিকায় অভিনয় করেছেন জাহিদ হাসান। এদিকে মোস্তফা কামাল রাজের নির্দেশনায় পূবাইলে ‘ছেলে মানুষী’ নাটকের শুটিং করছেন জাহিদ হাসান। এতে তার বিপরীতে অভিনয় করছেন সাফা কবির। এছাড়া জাহিদ হাসান শেষ করেছেন শামীমা শাম্মীর ‘রক্তদ্রোণ’, অঞ্জন আইচের ‘ডা. জাহিদ হাসান’, রুনির ‘ঘাড়তেড়া মজনু’ নাটকের কাজ। জাহিদ হাসান বলেন, ‘এখনো প্রতিনিয়ত আমি চরিত্রে ভিন্নতা খোঁজার চেষ্টা করি। স্ক্রিপ্ট ভালো না লাগলে কাজ করি না। সবসময়ই আমি স্ক্রিপ্টকে গুরুত্ব দেই। পাশপাশি পুরনো সহশিল্পীদের সঙ্গে কাজ করতে যেমন স্বাচ্ছন্দ্যবোধ করি, নতুনদের সঙ্গেও কাজ করতে ভালোলাগে। নতুনদের যদি আমরা উৎসাহ না দেই তাহলে নতুন প্রজন্মের শিল্পী তৈরি হবে না। জাহিদ হাসান নিজের নির্দেশনায় নির্মিত নাটকগুলো প্রযোজনা করেছে ‘পুষ্পিতা ভিজ্যুয়ালস’।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন