‘নেইবার্স’ (২০১৪) চলচ্চিত্রটির জন্য খ্যাত নিকোলাস স্টলার পরিচালিত কমেডি ফিল্ম ‘নেইবার্স টু : সরোরিটি রাইজিং’। ‘দ্য ফাইভ ইয়ার এনগেজমেন্ট’ (২০১২), ‘গেট হিম টু দ্য গ্রিক’ (২০১০) এবং ‘ফরগেটিং স্যারা মার্শাল’ (২০০৮) স্টলার পরিচালিত চলচ্চিত্র; এছাড়া তিনি বেশ কিছু টিভি চলচ্চিত্র পরিচালনা করেছেন।
ম্যাক (সেথ রোগেন) আর কেলি (রোজ বার্ন) র্যাডনার এখনও সেই একই বাড়িতে বসবাস করে। এই বাড়িতে থেকেই তারা একদল কলেজ পড়ুয়া উদ্দাম তরুণ পড়শিকে মোকাবেলা করেছে। এই তরুণরা এসেছিল তাদের ফ্র্যাটার্নিটির এক কার্যক্রমে। এখন তারা তাদের সংসারে আরেক অতিথির আগমনের অপেক্ষায় আছে। আর তারা এই বাড়ি বেচে দিয়ে অন্য কোথাও স্থায়ী হবার পরিকল্পনা করছে। তারা এমন কী আগ্রহী ক্রেতাও পেয়ে গেছে। শুধু একটি চুক্তির কারণে তাদের আরও ৩০ দিন অপেক্ষা করতে হবে। এই সময় আপদ হিসেবে পাশের বাড়িতে এসে উঠল একদল পড়শি, এরা হল ‘কাপ্পা ন্যু’ সরোরিটির সদস্য। তাদের নেতৃত্বে আছে শেলবি (ক্লোয়ি গ্রেস মোরেটজ) নামে এক তরুণী। জীবন অতিষ্ঠ করে তুলল সেই মেয়ের দল। মোকাবেলার জন্য তারা তাদের পুরনো শত্রæ টেডি’র (য্যাক এফরন) শরণাপন্ন হয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন