বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

আজ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৩৮তম শাহাদাতবার্ষিকী

খালেদা জিয়াবিহীন বিএনপির নানা আয়োজন

ফারুক হোসাইন | প্রকাশের সময় : ৩০ মে, ২০১৯, ১২:৩২ এএম

আজ ৩০ মে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রতিষ্ঠাতা, সাবেক প্রেসিডেন্ট ও বহুদলীয় গণতন্ত্রের পুনঃপ্রবর্তক জিয়াউর রহমানের ৩৮তম শাহাদাতবার্ষিকী।
১৯৮১ সালের এই দিবাগত রাতে চট্টগ্রাম সার্কিট হাউসে একদল বিপথগামী সৈনিকের হাতে তিনি শাহাদাত বরণ করেন। সেই থেকেই তার প্রতিষ্ঠিত দল বিএনপি দিবসটিকে জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী হিসেবে পালন করে আসছে। এবারও দলের প্রতিষ্ঠাতার শাহাদাতবার্ষিকী উপলক্ষে বিএনপি গত ২২ মে থেকে ৩১ মে পর্যন্ত ১০ দিনব্যাপী কর্মসূচি পালন করছে। দিনটি উপলক্ষে রাজধানীতে আজ দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হবে। প্রতিবছর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া নগরীর পথে পথে দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করতেন কিন্তু ২০১৮ সালের ৮ ফেব্রæয়ারি কারাবন্দি হওয়ার পর দ্বিতীয়বারের মতো তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে অনুপস্থিত থাকছেন। তবে পারিবারের সদস্যরা জানিয়েছেন, স্বামীর মৃত্যুবাষির্কীতে ইবাদত-বন্দেগিতে দিনপার করবেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন থাকা কারাবন্দি বেগম খালেদা জিয়া।
জিয়াউর রহমান তার ঘটনাবহুল কর্মময় জীবনের কারণেই মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন। তার সততা, নিষ্ঠা, দেশপ্রেম, পরিশ্রমপ্রিয়তা ও নেতৃত্বের দৃঢ়তাসহ প্রভৃতি গুণাবলী এদেশের গণমানুষের হৃদয় স্পর্শ করেছিল। জিয়াউর রহমান ১৯৩৬ সালের ১৯ জানুয়ারি বগুড়ার গাবতলীর বাগবাড়িতে মাতুলালয়ে জন্মগ্রহণ করেন। পিতা মনসুর রহমান কলকাতায় একজন কেমিস্ট হিসেবে সরকারি চাকরিতে নিয়োজিত ছিলেন।
শৈশব ও কৈশোরের একটি সময় গ্রামে কাটিয়ে জিয়া পিতার সঙ্গে কলকাতায় এবং দেশ বিভাগের পর করাচিতে চলে যান। শিক্ষাজীবন শেষে ১৯৫৩ সালে পাকিস্তান মিলিটারি একাডেমি কাবুলে অফিসার ক্যাডেট হিসেবে ভর্তি হন। ১৯৫৫ সালে তিনি কমিশন লাভ করেন। ১৯৬৫ সালে পাক-ভারত যুদ্ধে খেমকারান সেক্টরে অসীম সাহসিকতার সঙ্গে একটি কোম্পানির অধিনায়ক হিসেবে যুদ্ধ পরিচালনা করেন। তার কোম্পানি যুদ্ধে সবচেয়ে অধিক খেতাব লাভ করে। সৈনিকজীবনে তিনি যেমন চরম পেশাদারিত্ব দেখিয়েছেন ঠিক জাতীয় সকল সঙ্কটকালেও শক্ত হাতে হাল ধরেছেন।
১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তানি বাহিনী যখন নিরস্ত্র জনতার ওপর ঝাঁপিয়ে পড়েন। বিএনপির দাবি জিয়াউর রহমানই তখন চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দেন। নয় মাসের মুক্তি সংগ্রামে তিনি একটি সেক্টরের অধিনায়ক হিসেবে সমরনায়কের দায়িত্ব পালন করেন। বীরত্বের স্বীকৃতিস্বরূপ তিনি বীরোত্তম খেতাব লাভ করেন।
১৯৭৫ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিহতের পর এক বিশেষ প্রেক্ষাপটে জিয়াউর রহমান রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করেন। ৩ নভেম্বর ব্রিগেডিয়ার খালেদ মোশাররফের নেতৃত্বে সামরিক অভ্যূত্থানে খন্দকার মোশতাক আহমদ ক্ষমতাচ্যুত হন এবং সেনাবাহিনীর তৎকালীন উপপ্রধান মেজর জেনারেল জিয়াকে গৃহবন্দী করা হয়। সেনাবাহিনীতে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে। চারদিকে এক অনিশ্চয়তার মধ্যে আধিপত্যবাদের শ্যেন দৃষ্টিতে উৎকণ্ঠিত ছিল সারা জাতি। এমসয় সিপাহি-জনতার মিলিত প্রয়াসে জিয়াকে মুক্ত করা হয় এবং নেতৃত্বের হাল ধরেন তিনি।
গভীর দেশপ্রেমের গুণাবলি দিয়ে জিয়াউর রহমান জাতির মধ্যে নতুন করে জাগরণের সৃষ্টি করেন। দেশের মানুষের উপযোগী একটি স্বতন্ত্র জাতীয়তাবাদী আদর্শের বাস্তবায়ন ঘটান। দেশে ঐক্যের রাজনীতি চালু করে সবাইকে এক কাতারে নিয়ে আসেন তিনি। তার প্রতিষ্ঠিত রাজনৈতিক দল বিএনপিতে একদিকে যেমন চরম বামপন্থীরা স্থান পায় তেমনি চরম ডানপন্থীরাও জায়গা করে নেন। তিনি বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন, বাক ও ব্যক্তি স্বাধীনতা ফিরিয়ে দেন।
মাত্র ছয় বছরের জন্য রাষ্ট্র পরিচালনার সুযোগ পেয়ে ৫৪ বছরের জিয়া বিপুল জনপ্রিয়তা অর্জন এবং তলাবিহীন ঝুঁড়ির অপবাদ থেকে দেশ-জাতিকে মুক্ত করেন। বিশ্ব দরবারে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়ানোর সাহস জোগান। বাংলাদেশের সামরিক বাহিনীকে নতুনভাবে ঢেলে সাজিয়েছিলেন। ঢাকায় মানিক মিয়া এভিনিউয়ে অনুষ্ঠিত তার স্মরণকালের নামাজে জানাজায় প্রমাণিত তিনি কতো জনপ্রিয় ছিলেন।
কর্মসূচি
বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৩৮তম শাহাদৎবার্ষিকী উপলক্ষ্যে ১০দিনের কর্মসূচি ঘোষণা করে দলটি। ঘোষিত কর্মসূচি অনুয়ায়ি, শাহাদাৎবার্ষিকী উপলক্ষে গতকাল বুধবার সকাল ১১টায় বিএনপি’র উদ্যোগে ইন্সটিটিউট অব ইঞ্জিনিয়ার্স-বাংলাদেশ মিলনায়তনে (রমনা) আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আর আজ শাহাদাৎবার্ষিকীর এই দিনে ভোর ৬টায় নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন করা হবে।
সকাল সাড়ে ১০টায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপি’র জাতীয় নেতৃবৃন্দসহ সকল পর্যায়ের নেতাকর্মীরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এর মাজারে পুস্পার্ঘ অর্পণ ও মাজার জিয়ারত করবেন এবং জিয়ারত শেষে জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে মাজার প্রাঙ্গণে দোয়া মাহফিলে শরীক হবেন। সকাল থেকে নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ফ্রি মেডিকেল ক্যা¤প ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হবে।
দিবসটি উপলক্ষে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের প্রতি থানায় দুঃস্থদের মাঝে কাপড় ও ইফতার সামগ্রী বিতরণ। ছাত্রদলের উদ্যোগে জাতীয় প্রেসক্লাবে সারাদিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী করা হবে। এছাড়া শাহাদাৎবার্ষিকী উপলক্ষে পোস্টার প্রকাশ ও কালো ব্যাজ ধারণ। সংবাদপত্র এবং অনলাইন পত্রিকায় ক্রোড়পত্র প্রকাশ। অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনা সভা ও পোস্টার প্রকাশ করেছে দলটি।#

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (14)
Bishojite Podder ৩০ মে, ২০১৯, ২:০৮ এএম says : 0
এগিয়ে চলি ডিজিটাল সোনার বাংলাদেশে! আমাদের তৃতীয় রাষ্ট্রপতি!
Total Reply(0)
Mahbub Alam ৩০ মে, ২০১৯, ২:০৮ এএম says : 0
আল্লাহ্ রাব্বুল আ'লামীন আমাদের নেতাকে জান্নাতুল ফেরদৌস নসীব করুন
Total Reply(0)
Royal Haque ৩০ মে, ২০১৯, ২:০৮ এএম says : 0
খালেদা জিয়া বিহীন বিএনপি এটা বলবেন না প্লিজ। ম্যাডাম আমাদের সমস্ত অস্তিত্ব জুড়ে আছেন সবসময়।
Total Reply(0)
SA MD Ashque Forazi ৩০ মে, ২০১৯, ২:০৮ এএম says : 0
স্বাধীনতার ঘোষক জিয়া লও লও সালাম
Total Reply(0)
SA MD Ashque Forazi ৩০ মে, ২০১৯, ২:০৯ এএম says : 0
ধন্যবাদ ইনকিলাব পত্রিকা কে
Total Reply(0)
Alamin Islam ৩০ মে, ২০১৯, ২:০৯ এএম says : 0
তুমি দিশারী যে জাতীর সে জাতীর তুমি গর্ব " বিনম্র শ্রদ্ধা
Total Reply(0)
Arak Sam ৩০ মে, ২০১৯, ২:০৯ এএম says : 0
তুমি ধানের শীষে মিশে থাকা শহিদ জিয়া।
Total Reply(0)
Mohamad Rafiqul Islam ৩০ মে, ২০১৯, ২:০৯ এএম says : 0
শাহাদাৎ কাকে বলে এটা একটূ ভাববার বিষয়।
Total Reply(0)
MD Shahinur Islam Shahin ৩০ মে, ২০১৯, ২:১০ এএম says : 0
জিয়া তুমি আজ হৃদয় জুরে থাকবে আমরন ।
Total Reply(0)
MD Mahfuzul ৩০ মে, ২০১৯, ২:১০ এএম says : 0
আল্লাহ তুমি এই ব্যক্তিটি কে জান্নাতুল ফেরদৌস দান করো
Total Reply(0)
Skhair Abul ৩০ মে, ২০১৯, ২:১০ এএম says : 0
Absolutely very good person m Zia আল্লাহ তুমি এই ব্যক্তিটি কে জান্নাতুল ফেরদৌস দান করো
Total Reply(0)
Skhair Abul ৩০ মে, ২০১৯, ২:১০ এএম says : 0
Absolutely very good person m Zia আল্লাহ তুমি এই ব্যক্তিটি কে জান্নাতুল ফেরদৌস দান করো
Total Reply(0)
Rafiqul Chowdhury ৩০ মে, ২০১৯, ৮:১৬ এএম says : 0
কেউ কি দয়া করে "শাহাদত" ও "শহীদ" শব্দের বিস্তারিত বর্ণনা দিবেন । ইসলামী মতে শাহাদত বা শহীদি মৃত্যু কাহাকে বলে । যে কোন মানুষের যেকোনো ধরণের মৃত্যু কে শহাদত বা শহীদি মৃত্যু আখ্যায়ী ত করলে গুনাহ হবে কি ?
Total Reply(0)
শফিউর রহমান ৩০ মে, ২০১৯, ১০:১৯ এএম says : 0
এমন মানুষ কোথায় গেলে খুজে পাবো ? মোহান আল্লাহ তাকে বেহস্ত নছিব করুন ।
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন