ফ্রেঞ্চ ওপনের তৃতীয় রাউন্ডে উঠেছেন রজার ফেদেরার। এ নিয়ে ১৫তম বারের মতো রোলাগাঁরোর তৃতীয় রাউন্ড নিশ্চিত করেছেন তিনি।
এই রাউন্ডে ফেড এক্সপ্রেস মুখোমুখি হবেন তরুণ তুর্কি কাসপার রুডের। মজার ব্যাপার হল রুড নিজেই ফেদেরারের একজন ভক্ত। শুধু তাই নয়, ১৯৯৯ সালে ফেদেরার তৃতীয় রাউন্ডে মুখোমুখি হয়েছিল রুডের বাবা ক্রিস্টিয়ানের। সেবার সুইস তারকা ফেদেরারের অভিষেক হয়েছিল। আর অভিষেকেই ১৭ বছর বয়সী ফেড ড্র করেছিলেন রুডের বাবার সঙ্গে। এবার তার ছেলের মুখোমুখি হবেন ফেদেরার। রুডের বাবা ক্রিস্টিয়ান সবশেষ ২০০১ সালে খেলেছিলেন। সেবার ফ্রেঞ্চ ওপেন খেলে অবসর নিয়েছিলেন তিনি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন