সাংহাই মাস্টার্স ওপেনে স্প্যানিশ আলবার্ট রামোস ভিনোলাসকে সরাসরি সেটে হারিয়ে জয় তুলে নিয়েছেন রজার ফেদেরার। প্রতিযোগিতার দুইবারের চ্যাম্পিয়ন ফেদেরার ৬-২, ৭-৬ (৫) গেমে হারিয়েছেন রামোস ভিনোলাসকে। অথচ এই ভিনোলাসের কাছে ২০১৫ সালে এই টুর্নামেন্টে একই পর্যায়ে হেরে গিয়েছিলেন। তাই পুরনো হারটা তাতিয়ে দিয়েছিল ফেদেরারকে। ম্যাচের পর বললেন সে কথা, ‘ওই ম্যাচের হাইলাইটস দেখেছি। তখন কী রকম লেগেছিল সেটাও মনে করতে পারি। তবে আবার খেলার সময় ভেবে দেখেছিলাম সে বিপজ্জনক হয়ে দাঁড়াতে পারে। তাই যেভাবে নিয়ন্ত্রণ ধরে রাখতে পেরেছিলাম, তাতে আমি বেশ সন্তুষ্ট।’
র্যাংঙ্কিংয়ের তিন নম্বরে থাকা ফেদেরারের লক্ষ্য এখন চতুর্থ শিরোপার দিকে। এই মৌসুমে যদিও ২১তম গ্র্যন্ড স্লাম না জেতার একটা আক্ষেপ আছে তার। শেষ ষোলোতে বেলজিয়ামের ডেভিড গফিন অথবা মিখাইল কুকুশকিনের মুখোমুখি হবেন তিনি।
আজকের খেলা
এনসিএল, ১ম রাউন্ড ১ম দিন
১ম স্তর
রাজশাহী-ঢাকা, ফতুল্লা
রংপুর-খুলনা, খুলনা
২য় স্তর
বরিশাল-সিলেট, রাজশাহী
ঢাকা মেট্রো-চট্টগ্রাম, মিরপুর
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন