শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

পটুয়াখালীতে প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস, আটক ৪৫

পটুয়াখালী জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩১ মে, ২০১৯, ৩:২০ পিএম

পটুয়াখালীতে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস ও অসদুপায় অবলম্বনের অভিযোগে ৪৫ জনকে আটক করা হয়েছে। শুক্রবার সকালে জেলা শহরের বিভিন্ন পরীক্ষাকেন্দ্র ও জেলা প্রশাসকের কার্যালয় থেকে প্রশ্ন ও বিভিন্ন ডিভাইসসহ তাদের আটক করা হয়। তবে তদন্তের স্বার্থে তাদের নাম ও পরিচয় প্রকাশ করা হয়নি।

আটককৃতদের মধ্যে জেলা প্রশাসকের কার্যালয়ের দুজন উমেদারসহ ১২ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বাকি ৩৩ জনের বিরুদ্ধে নিয়মিত মামলার প্রস্তুতি নিচ্ছে পুলিশ।

এ ঘটনায় শুক্রবার দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ মঈনুল হাসান।

তিনি জানান, গ্রেফতারকৃতদের কাছ থেকে প্রশ্নপত্র এবং মোবাইল ফোনের বিভিন্ন ডিভাইস ব্যবহার করে সরবরাহ করা উত্তরপত্র উদ্ধার করা হয়েছে।

পুলিশ সুপার বলেন, পাবলিক পরীক্ষা নিয়ন্ত্রণ আইনে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা করা হবে।

প্রশ্নফাঁস এ চক্রের সঙ্গে কারা জড়িত পুলিশের তদন্তে তা বেরিয়ে আসবে বলেও জানান তিনি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন