ছোট-পর্দার নির্মাতা-অভিনেতা শামীম জামান এবারের ঈদে বেশকিছু ধারাবাহিনাটক- টেলিছবি নির্মাণ করেছেন। ইউটিউব ও টেলিভিশনের জন্য এগুলো নির্মাণ করেছেন। এর মধ্যে রয়েছে, সাত পর্বের ধারাবাহিক নাটক আলটিমেটাম। এটি প্রচার হবে এশিয়ান টিভিতে ঈদের দিন থেকে রাত ১০.১০মিনিটে। ¯পট রাইটার নামের টেলিছবিটি চ্যানেল আইতে প্রচার হবে ঈদের তৃতীয় দিন ৪.২০মিনিটে। দরদী মজনু কথা বলে বাংলাভিশনে প্রচার হবে। ধারাবাহিক চুটকি ভান্ডার প্রচার হবে এটিএন বাংলায়। এছাড়া স্বামী স্ত্রীর টক্কর, তিন থাপ্পর, সুইসাইড নিউজ, টিভি চোর, ভাবী ভাল না, কানা মজিদ, বাপ বেটার যুদ্ধ, ছাগল কই, আজব বউ, মসকরা করেন, হবু বউ, যাবে নাটকগুলো ইউটিউবে প্রচার হবে। শামিম জামান বলেন, ঈদে দর্শক বিনোদন চায়। তারা আমার নাটক দেখে যেন আনন্দ পায় সেভাবেই নাটকগুলো নির্মাণ করেছি। এবার ঈদে আমার ১০/১২ টা নাটক প্রচার হবে।
মন্তব্য করুন