শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খেলাধুলা

পদক জিতেই চলেছেন জিমন্যাষ্টরা

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৩ জুন, ২০১৯, ৯:৫৬ পিএম

সিঙ্গাপুরে পদক জিতেই চলেছেন বাংলাদেশের জিমন্যাষ্টরা। সিঙ্গাপুর ওপেন চ্যাম্পিয়নশিপ থেকে আগের দিন তিনটি স্বর্ণপদক এসেছিল বাংলাদেশের ঝুলিতে। সোমবার আসলো আরও নয়টি স্বর্ণসহ ১৩টি পদক। সিঙ্গাপুর সিটিতে অনুষ্ঠিত টুর্নামেন্টে কাল আলী কাদের হক ভল্টিংয়ে স্বর্ণপদক জিতে নেন। ১২-১৪ বছর গ্রুপে তনু রায় একাই ছয়টি ইভেন্টে স্বর্ণ তুলে নেন। এগুলো হলো- ফ্লোর এক্সারসাইজ, প্যারালাল বার, রিংস, ব্যক্তিগত অল অ্যারাউন্ড ও পমেল হর্স। এছাড়া ভল্টিং ও হাই বারেও রুপা জেতেন তনু। অনূর্ধ্ব-১১ বছর গ্রুপে মং চিং প্রো প্যারালাল বারে স্বর্ণ ও ভল্টিংয়ে ব্রোঞ্জপদক জেতেন। তনু ¤্রােং ফ্লোর এক্সারসাইজ ও অল অ্যারাউন্ডে স্বর্ণ এবং প্যারালাল বারে ব্রোঞ্জপদক জিতেছেন। আগের দিন তিনস্বর্ণসহ ৮টি পদক জিতেছিলেন লাল সবুজের ক্ষুদে জিমন্যাস্টরা।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন