শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র পরিচালনা করবেন জশ হাচারসন

প্রকাশের সময় : ৩১ মে, ২০১৬, ১২:০০ এএম

‘এইপ’ নামে একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের মাধ্যমের পরিচালনায় অভিষেক হতে যাচ্ছে ‘দ্য হাঙ্গার গেইমস’ চলচ্চিত্র সিরিজের অভিনেতা জশ হাচারসনের। স্কিৎসোফ্রিনিয়া আক্রান্ত মানুষ আর জীবনভর তার কল্পিত দানবের সঙ্গে তার বসবাস নিয়ে চলচ্চিত্রটির গল্প। জশ নিজেই মূল ভ‚মিকায় অভিনয় করেছেন।
জন জনস্টোনের কাহিনীতে দ্য বিগ স্ক্রিপ্ট নামে একটি প্রকল্পের অন্তর্ভুক্ত পাঁচটি চলচ্চিত্রের একটি ‘এইপ’। ২৩ বছর বয়সী অভিনেতাটির টার্কিফুট প্রডাকশনের ব্যানারে চলচ্চিত্রটি নির্মিত হবে। এটি বিশোর্ধ বয়সের চলচ্চিত্র নির্মাতাদের চলচ্চিত্র হিসেবে গত বছর থেকেই আলোচিত হচ্ছে।
এই চিত্রনাট্য বার্ষিক হলিউড বø্যাক লিস্ট নামের তালিকা থেকে বাছাই করা হয়েছে। এই তালিকায় চলচ্চিত্র নির্মাণের জন্য সেরা ধারণা আর সংবাদ মাধ্যমে সেই চিত্রনাট্যের প্রচারের ওপর ভিত্তি করে প্রণয়ন করা হয়। এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রগুলোর প্রতিটি নিয়ে পরে সাধারণত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মিত হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন