শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

ঈদের ইত্যাদিতে জুটি হয়ে আসছেন ফেরদৌস পূর্ণিমা নোবেল ও অপি করিম

প্রকাশের সময় : ৩১ মে, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : ঈদের বিশেষ ইত্যাদি নির্মাণের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে বলে জানা গেছে। বলাবাহুল্য, ইত্যাদির বিশেষ কোনো পর্ব বলে কিছু নেই। নির্মাতা প্রতিষ্ঠান ইত্যাদির প্রতিটি পর্বকেই বিশেষ মনে করে। তারপরও ঈদের মতো বড় উৎসবে কিছু না কিছু বাড়তি চমক থাকে। এ চমক এবারের ঈদের ইত্যাদিতেও থাকছে। জানা যায়, ঈদের একটি বিশেষ গানে পারফর্ম করছেন চিত্রনায়ক ফেরদৌস, চিত্রনায়িকা পূর্ণিমা এবং জনপ্রিয় মডেল নোবেল ও অভিনেত্রী অপি করিম। তারা জুটি হয়ে একটি গানের সাথে পারফরম করবেন। তাদের সঙ্গে থাকবে একঝাঁক নৃত্যশিল্পী। কোরিওগ্রাফিতে থাকছেন ওয়াসেক মুত্তাকিনুর রহমান। স¤প্রতি রাজধানীতে দুই জুটির অংশগ্রহণে বিশেষ নাচের দৃশ্যধারণ স¤পন্ন হয়েছে। এছাড়া বরাবরের মতো ‘ও মন রমজানের ঐ রোজার শেষে’ গানটিও ব্যতিক্রম ও বিশাল আয়োজনে চিত্রধারণ করা হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন