বিনোদন ডেস্ক : শিহাব শাহীন আবারো ‘এক্স ফ্যাক্টর’ টেলিফিল্ম নির্মাণ করছেন। গত ২৫ মে থেকে তিনি এর নির্মাণ কাজ শুরু করেছেন। ২০০৮ সালে শিহাব শাহীন তৈরী করেছিলেন ‘এক্স ফ্যাক্টর’ টেলিফিল্ম। পরের বছর আবারো তিনি এই টেলিফিল্মের দ্বিতীয় পর্ব নির্মাণ করেন। এরপর মাঝখানে কেটে যায় সাত বছর। এবার তিনি নির্মাণ করছেন ‘এক্সফ্যাক্টর-গেইম ওভার’। এতে নতুন চরিত্র হিসেবে দর্শক দেখতে পাবেন জিসাকে। জিসা চরিত্রে অভিনয় করছেন জাকিয়া বারী মম। যথারীতি মঈন চরিত্রে অপূর্ব এবং টুপুর চরিত্রে মিথিলা। এতে আরো অভিনয় করছেন ইরেশ যাকের, ফারহানা মিলি। গ্রামীণফোন নিবেদিত নাটকটি প্রযোজনা করছে আলফা আই মিডিয়া প্রডাকশন লিমিটেড। পরিচালক শিহাব শাহীন জানান আসছে ঈদে জিটিভিতে ‘এক্স ফ্যাক্টর-গেইম ওভার’ প্রচার হবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন