অভিনেত্রী জেরিন খান তার বলিউড ক্যারিয়ারে পুরো কৃতিত্ব দিয়েছেন সালমান খানকে। ২০১০ সালে সালমান অভিনীত ‘বীর’ চলচ্চিত্রে দিয়েই জেরিনের মুম্বাই চলচ্চিত্র জগতে অভিষেক। তিনি চলচ্চিত্রটিতে রাজকন্যা যশোধরার ভ‚মিকায় অভিনয় করেছিলেন। তার প্রায় একবছর পর সালমানের রোমান্টিক কমেডি ‘রেডি’তে একটি স্বল্পস্থায়ী ভ‚মিকায় অভিনয় করেছিলেন জেরিন; এতে নায়িকা ছিলেন আসিন।
বলিউডে তাকে সুযোগ করে দেয়ার জন্য তিনি সালমানের কাছে ঋণী কী না জানতে চাইলে জেরিন বলেন, “অবশ্যই আমাকে এই চলচ্চিত্র জগতে সুযোগ করে দেয়ার পুরো কৃতিত্ব তারই। তিনি না থাকলে আমি কখনও অভিনেত্রী হবার কথা ভাবতেই পারতাম না।”
২৯ বছর বয়সী অভিনেত্রীটিকে সর্বশেষ দেখা গেছে এরোটিক থ্রিলার ‘হেইট স্টোরি থ্রি’তে। তিনি জানান, আরেকবার সালমানের সঙ্গে কোনও চলচ্চিত্রে অভিনয়ের আশা করেন তিনি।
“তার সঙ্গে আবার পর্দা ভাগাভাগি করলে আমার ভালই লাগবে,”
জেরিনকে আগামীতে সাই করিবের আসন্ন ‘ডিভাইন লাভার্স’ চলচ্চিত্রে দেখা যাবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন