শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

বিটিভি ওয়ার্ল্ডে ঈদের সেরা অনুষ্ঠান ইত্যাদির পুনঃপ্রচার

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৯ জুন, ২০১৯, ১২:০৪ এএম

দর্শকদের প্রশংসাধন্য ঈদের বিশেষ ইত্যাদি পুনঃপ্রচার করা হবে আজ রাত দশটার ইংরেজি সংবাদের পর-শুধুমাত্র বিটিভি ওয়ার্ল্ডে। দর্শকদের আনন্দে ভাসিয়ে এবারের ঈদের ইত্যাদি এরই মধ্যে দর্শক রায়ে ঈদের সেরা অনুষ্ঠান হিসেবে প্রশংসিত হয়েছে। বরাবরের মত এবারও ‘ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশীর ঈদ’ গানটি দিয়ে শুরু হয় ঈদের ইত্যাদি। নানা শ্রেণী-পেশার মানুষের অংশগ্রহণের ধারাবাহিকতায় এবারে নৃত্যে-ছন্দে-আনন্দে চিরচেনা এই গানটি পরিবেশন করেছেন সুখ্যাত নৃত্য জুটি শিবলী মোহাম্মদ ও শামীম আরা নিপা। তাদের সঙ্গে ছিল নৃত্যাঞ্চলের শতাধিক নৃত্য শিল্পী। এবারের ঈদ ইত্যাদিতে একটি অসাধারণ দেশাত্মবোধক গান গেয়েছেন দেশ সেরা তিন শিল্পী এ্যান্ড্রু কিশোর, কুমার বিশ্বজিৎ ও শফি মন্ডল। গানটি লিখেছেন খ্যাতিমান গীতিকবি মোহাম্মদ রফিকউজ্জামান এবং সুর ও সঙ্গীতায়োজন করেছেন সুমন কল্যান। গানটির চিত্রায়নে শিল্পীদের সঙ্গে অংশ নিয়েছে নির্ঝর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ এর শতাধিক শিক্ষার্থী। অভিনেতা শহীদুজ্জামান সেলিম, চঞ্চল চৌধুরী, মম ও ঈশিতা’র অংশগ্রহণে রয়েছে ছন্দে-সুরে একটি ব্যতিক্রমী আড্ডা। একটি বিষয় ভিত্তিক গান ও নৃত্যে অংশ নিয়েছেন চিত্রতারকা ফেরদৌস, পূর্ণিমা ও এই প্রজন্মের সিয়াম এবং পূজা। এবারের ঈদ ইত্যাদির ব্যতিক্রমী মিউজিক্যাল ড্রামায় অভিনয় করেছেন দেশের জনপ্রিয় অভিনয় তারকা-ঈমন, নিরব, সাঈদ বাবু, নিপুন, সারিকা এবং এই প্রজন্মের জনপ্রিয় কণ্ঠশিল্পী কনা। সঙ্গীত পরিচালনা করেছেন ফরিদ আহমেদ ও নাভিদ পারভেজ। ব্যতিক্রমী উপস্থাপনায় আরব্য উপন্যাসের একটি গল্পের আদলে তৈরী করা হয়েছে এবারের দলীয় সঙ্গীত। এবার এই পর্বে অংশগ্রহণ করেছেন জনপ্রিয় অভিনয় তারকা মীর সাব্বির, আনিসুর রহমান মিলন ও নাদিয়া। তার সঙ্গে অংশগ্রহণ করেছেন ইত্যাদির নিয়মিত নৃত্যশিল্পীরা। নৃত্যপরিচালনা করেছেন মামুন, সঙ্গীতায়োজন করেছেন মেহেদী। ইত্যাদির প্রতি ঈদের অনুষ্ঠানেই বিদেশীদের নিয়ে একটি মজার পর্ব থাকে। এবারও ছিল ‘নারী স্বাধীনতা ও শিক্ষা’ নিয়ে মজাদার একটি পর্ব। সময়ের প্রতীক ঘড়ি দিয়ে নির্বাচিত চারজন দর্শকদের সঙ্গে অংশগ্রহণ করেছেন জনপ্রিয় অভিনয় তারকা অপূর্ব ও মিথিলা। অভিনেতা-অভিনেত্রী না হয়েও নির্বাচিত দর্শকরা তাৎক্ষণিকভাবে অপূর্ব ও মিথিলার সঙ্গে চমৎকার অভিনয় করেছে। এছাড়াও রয়েছে ইত্যাদির নিয়মিত পর্ব মামা-ভাগ্নে ও নানী-নাতিসহ ঈদকে ঘিরে ডজনখানেক বিদ্রæপাত্বক রসালো নাট্যাংশ। ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন, স্পন্সর করেছে কেয়া কস্মেটিকস্ লিমিটেড।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন